ঢাকা, শনিবার   ০৫ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

শুক্রবার মুক্তি পাচ্ছে তানিন সুবহার ‘দেমাগ’

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২২:২২, ৩ জানুয়ারি ২০১৮

Ekushey Television Ltd.

চিত্রনায়িকা তানিন সুবহা অভিনীত চলচ্চিত্র ‘দেমাগ’ শুক্রবার (৫ জানুয়ারি) সারা দেশের বিভিন্ন প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে। এই চলচ্চিত্রে তানিনের বিপরিতে অভিনয় করেছেন নবাগত নায়ক রিপন গাজী। ছবিটি পরিচালনা করেন এম মুকুল নেত্রবাদী

চলচ্চিত্রটি সম্পর্কে তানিন সুবহা বলেন, ‘দেমাগ’ ছবিতে দর্শক আমাকে ভিন্নভাবে দেখতে পাবে। এর আগেও আমি ভিন্ন লুকে দর্শকের সামনে হাজির হয়েছিলাম। আশা করি এই ছবিটিও তারা ভালোভাবে গ্রহণ করবে।

চলচ্চিত্রটির প্রযোজক ফারুকুল ইসলাম ইটিভি অনলাইনকে বলেন, শুক্রবার ‘দেমাগ’ ছবিটি মুক্তি দিচ্ছি। সমাজের সাধারণ একটি গল্প নিয়ে আমার এই ছবিটি। আমি সাধারণ দর্শকদের কথা মাথায় রেখে ছবিটি নির্মাণ করেছি। আপনারা যদি ছবি দেখে আমাদের উৎসাহ দেন তাহলে আমরা আরো ভালো ছবি নির্মাণে সাহসী হব। প্রাথমিকভাবে আমরা কিছু হলে মুক্তি দিলেও পরবর্তিতে ধাপে ধাপে আমাদের হল সংখ্যা বাড়ানো হবে।

 

এসি/টিকে


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি