ঢাকা, বৃহস্পতিবার   ১৬ জানুয়ারি ২০২৫

ব্যস্ততায় বিয়ের কথা ভুলেছেন লিজা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:১৮, ৪ জানুয়ারি ২০১৮ | আপডেট: ১৬:২৩, ৪ জানুয়ারি ২০১৮

সময়ের জনপ্রিয় সংগীতশিল্পী সানিয়া সুলতানা লিজা। স্রোতের সঙ্গে এগিয়ে চলছেন তিনি। গত বছর বেশ সাফল্য পেয়েছেন নিজের গাওয়া গান ও মিউজিক ভিডিওতে মডেল হয়ে। নতুন বছরটাও শুরু করেছেন ভালোভাবে। বছরের শুরুটা বেশ ব্যস্ততার মধ্যেই কাটছে তার। টিভি শো, স্টেজ শো, মিউজিক ভিডিও, রেকর্ডিং, উপস্থাপনা নিয়ে এতোটাই ব্যস্ত রয়েছেন যে নিজের বিয়ের কথা ভুলেই গেছেন এই তারকা।

নিজের বিয়ে নিয়ে লিজা বলেন, ‘বিয়েটা সৃস্টিকর্তার উপর নির্ভর করে। আমি আসলে সময়ই পাচ্ছি না এসব নিয়ে ভাবার। ব্যস্ততাটা কমুক, তারপর চিন্তা করবো।’

তবে কাজ পাগল এই মেয়েটি গানের মধ্যেই ডুবে থাকতে চান। গান নিয়ে নিত্য নতুন ভাবনা আর পরিকল্পনা দিয়ে সাজাতে চান নতুন বছর।

এ বিষয়ে লিজা বলেন, ‘বলতে পারেন গানে গানে কেটেছে প্রথম দিন। নতুন বছরের শুরুতে খুব ব্যস্ততা যাচ্ছে। কারণ এখন টানা শো চলছে। শো করেছি, রেকর্ডিং করেছি। আমি শিল্পী হিসেবে এমন একটা শুরুই চেয়েছিলাম। আশা করছি পুরো বছরটাই এমন ভালো কাটবে।’

লিজা আরও বলেন, ‘বছরের প্রথম দিন অর্থাৎ জানুয়ারির এক তারিখ একটি নতুন গান রেকর্ডিং করলাম। তবে এটি চলচ্চিত্র কিংবা অ্যালবামের গান নয়। এটি করেছি আনজাম মাসুদ ভাইয়ের ‘পরিবর্তন’ ম্যাগাজিনের জন্য। গানটির নাম ‘মন উচাটন’। জাহিদ আকবরের কথায় এর সুর ও সংগীতায়োজন করেছেন জাহিদ বাশার পঙ্কজ। সব মিলিয়ে বেশ ভালো একটি কাজ হয়েছে। কথা ও সুর আমার মনে ধরেছে। আশা করছি এটি ‘পরিবর্তন’-এর দর্শকদেরও ভালো লাগবে।

প্রত্যাশা ও প্রাপ্তিতে লিজা এগিয়ে গেছেন অনেকটা পথ। নিয়মিত কাজ করছেন বিভিন্ন মাধ্যমে। টিভি শো, স্টেজ শো, মিউজিক ভিডিও সব মিলিয়ে প্রত্যাশার সঙ্গে প্রাপ্তি কোন অংশে কম নয়।

এ বিষয়ে তিনি বলেন, ‘প্রত্যাশা ও প্রাপ্তির মধ্যে মিল খুব কম হয়। তবে আমি জীবনে অনেক কিছু পেয়েছি। ক্লোজআপ ওয়ানের চ্যাম্পিয়ন হয়েছি। মানুষের ভালোবাসা পেয়েছি। এরপর গান করে যাচ্ছি নিয়মিত। শ্রোতারা চাচ্ছেন বলেইতো গান করতে পারছি। তাদের জন্যই আমি আজকের লিজা। সেদিক থেকে ছোট জীবনে প্রাপ্তি কম নয়।’

সর্বশেষ গত বছর লিজার ‘ভালোবাসি বলা হয়ে যাক’ শিরোনামের একটি গান প্রকাশ পায় ইউটিউবে। ব্যপক জনপ্রিয়তা পেয়েছে গানটি।

এ প্রসঙ্গে লিজা বলেন, ‘আসলে আমি গানটি বানিজ্যিক দিকের কথা মাথায় রেখে করিনি। আমার নিজের খুব পছন্দের কথা-সুর দিয়ে এটি করেছি। এর ভিডিও করেছে প্রেক্ষাগৃহ। মডেল হিসেবেও আমি কাজ করেছি। সব মিলিয়ে যে সাড়া মিলেছে তাতে আমি সন্তুষ্ট। এটি আসলে দীর্ঘদিন বেঁচে থাকার মতো একটি গান।’

নতুন বছরে নতুন চমক কি থাকছে এমন প্রশ্নের জবাবে লিজা বলেন, ‘আমার মধ্যে তড়িঘড়ি নেই। আমি এখন শো নিয়ে ব্যস্ত রয়েছি। খুব বেশি সময় হয়নি ‘ভালোবাসি বলা হয়ে যাক’ গানটি প্রকাশ হয়েছে। তবে এরই মধ্যে পরিকল্পনা শুরু করছি নতুন গানের। কথা-সুর নির্বাচনের পর রেকর্ডিংয়ে যাবো। আশা করছি ভালোবাসা দিবসে অথবা পহেলা বৈশাখে নতুন গান শ্রোতা-দর্শকদের হাতে তুলে দিতে পারবো।’

এসএ/

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি