ঢাকা, মঙ্গলবার   ২৬ নভেম্বর ২০২৪

কলকাতায় বাংলাদেশের চলচ্চিত্র উৎসব

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:৫৩, ৪ জানুয়ারি ২০১৮

মুক্তিযুদ্ধ উপলক্ষে কলকাতায় বাংলাদেশের চলচ্চিত্র উৎসব শুরু হচ্ছে। শুক্রবার থেকে কলকাতার নন্দন প্রেক্ষাগৃহে এ উৎসব শুরু হবে। একই সঙ্গে নন্দন ও রাজারহাটের নজরুল তীর্থে শুরু হচ্ছে বাংলাদেশের মুক্তিযুদ্ধের দুর্লভ ছবি সম্বলিত এক আলোকচিত্র প্রদর্শনী।

বাংলাদেশের উপ হাইকমিশনের সহযোগিতায় তথ্য মন্ত্রণালয় আয়োজিত এই চলচ্চিত্র উৎসব ও প্রদর্শনীর উদ্বোধন করবেন বাংলাদেশের তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। চারদিন ধরে চলা এই উৎসবে বাংলাদেশের মোট ২৪টি সিনেমা দেখানো হবে। উৎসবে দেখানো হবে ‘আয়নাবাজি’, ‘গেরিলা’, ‘আমার বন্ধু রাশেদ’, ‘কৃষ্ণপক্ষ’-এর মতো বেশ কয়েকটি সাড়া জাগানো সিনেমা।

জানা গেছে, আগামী দিনে পশ্চিমবঙ্গের বাছাই করা বেশ কয়েকটি চলচ্চিত্র নিয়েও বাংলাদেশে একটি চলচ্চিত্র উৎসবের ব্যবস্থা করা হবে। ঢাকার বাইরে রাজশাহি, খুলনা, চট্টগ্রাম, যশোরের মতো শহরগুলিতেও তা দেখানো হবে বলে কলকাতার একটি সংবাদপত্রকে জানিয়েছেন তথ্যমন্ত্রী ইনু।

এসএ/

 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি