ঢাকা, শনিবার   ০৫ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

অস্ট্রেলিয়ান ডিরেক্টরস গিল্ডের সদস্য হলেন নির্মাতা আশিকুর রহমান

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:৫৮, ৪ জানুয়ারি ২০১৮ | আপডেট: ২২:৩৮, ৪ জানুয়ারি ২০১৮

Ekushey Television Ltd.

বাংলাদেশের তরুণ নির্মাতা আশিকুর রহমান অস্ট্রেলিয়ান ডিরেক্টরস গিল্ড (এডিসি) এর সদস্য হলেন। ৩ জানুয়ারি সংগঠনটি এক মেইলের মাধ্যমে নির্মাতাকে খবরটি জানিয়েছেন।

এ ধরনের খবরে বেশ আনন্দিত এ নির্মাতা। আশিকুর রহমান এখন থেকে অস্ট্রেলিয়ায় ছবি নির্মাণের ক্ষেত্রে সব ধরনের সুযোগ সুবিধা পাবেন।  

তিনি ইটিভি অনলাইনকে বলেন, এডিজির সদস্য হওয়ার জন্য বেশ কিছুদিন আগে আবেদন করেছিলাম। কাগজপত্র ও আমার করা আগের কাজগুলো দেখে তারা সন্তুষ্ট হন। তারপর আমাকে সদস্য করার জন্য তারা সিদ্ধান্ত নেন। এটা আমার জন্য অনেক বড় একটি অর্জন। চেষ্টা করবো সুযোগটাকে সুন্দরভাবে কাজে লাগানোর।  

কিস্তিমাত ছবি নির্মাণের মাধ্যমে আশিকুর রহমানের চলচ্চিত্রের যাত্রা শুরু। এরপর তিনি নির্মাণ করেন ‘মুসাফির’ ও ‘গ্যাংস্টার’।

বর্তমানে তার ‘অপারেশন অগ্নিপথ’ ও ‘সুপার হিরো’ নামে দুটি ছবির কাজ চলছে। দুটো ছবিতেই অভিনয় করছেন চিত্রনায়ক শাকিব খান। 

 

এসি/টিকে


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি