ঢাকা, শুক্রবার   ০৪ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

বিয়ে করলেন সোনিয়া হোসেইন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:৩৬, ৫ জানুয়ারি ২০১৮ | আপডেট: ১৫:০০, ৫ জানুয়ারি ২০১৮

Ekushey Television Ltd.

বিয়ে করলেন মডেল ও অভিনেত্রী সোনিয়া হোসেইন। বর ময়মনসিংহের ছেলে শামীম আহমেদ স্টিভ। দীর্ঘ একযুগেরও বেশি সময়ের পরিচয় সোনিয়া ও স্টিভের। সেই দিক বিবেচনা করে দুই পরিবার তাদের বিয়ের আয়োজন করে। গত ৩ জানুয়ারি স্টিভ ও সোনিয়া হোসেইনের গায়ে হলুদের অনুষ্ঠান সম্পন্ন হয়। বৃহস্পতিবার বাদ জোহর রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় সোনিয়া হোসেইনের বাসায় দুই পরিবারের সদস্যদের উপস্থিতিতে আকদ সম্পন্ন হয়েছে।

আজ শুক্রবার রাজধানীর গুলশানের একটি অভিজাত রেস্টুরেন্টে দু’জনের বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠিত হবে বলে জানান সোনিয়া হোসেইন। এ অভিনেত্রীর বর শামীম আহমেদ স্টিভ বেসরকারি প্রাইভেট এয়ারলাইনস এয়ার এরাবিয়াত-এ কর্মরত।

বিয়ে প্রসঙ্গে স্টিভ বলেন, ‘সোনিয়াকে পেয়ে আলহামদুলিল্লাহ আমি অনেক খুশি। আমাদের দুজনের পরিচয় দীর্ঘদিনের। একে অন্যের প্রতি মন থেকে নীরব একধরনের ভালোলাগা ভালোবাসা ছিল। যে কারণে মহান আল্লাহ আমাদের এক করে দিয়েছেন।’

অপরদিকে সোনিয়া বলেন, ‘সবার কাছে শুধু এইটুকু দোয়া চাই যেন আমরা সারাটা জীবন একসঙ্গে সুখে-দুঃখে কাটিয়ে দিতে পারি। ভালো থাকতে পারি। স্টিভ আমার জীবনের আশীর্বাদ হয়েও এসেছে। এই আশীর্বাদকে সঙ্গে নিয়েই বাকিটা জীবন কাটিয়ে দিতে চাই।’

এসএ/

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি