ঢাকা, শুক্রবার   ০৪ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

ভালোবাসা দিবসে আরিয়ানের ‘সংসার’

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:৫২, ৫ জানুয়ারি ২০১৮ | আপডেট: ১২:৫৩, ৫ জানুয়ারি ২০১৮

Ekushey Television Ltd.

তরুণ নাট্যনির্মাতা মিজানুর রহমান আরিয়ান। ‘বড় ছেলে’ নাটক নির্মাণ করে আলোচিত হয়েছিলেন গেল ঈদুল আযহার সময়। নাটকটি প্রচারের পর প্রশংসায় ভাসেন নির্মাতা। নতুন খবর হচ্ছে, আগামী ভালোবাসা দিবস উপলক্ষে তিনি নির্মাণ করছেন নতুন নাটক। নাটকটির নাম ‘সংসার’। বরাবরের মতো এবারও নাটকের গল্প, চিত্রনাট্য সাজিয়েছেন তিনি।

নাটকটি নিয়ে আরিয়ান বলেন, ‘আগামী ভালোবাসা দিবসে ‘সংসার’ নাটকটি প্রচার হবে। গল্প, চিত্রনাট্য সবকিছু প্রস্তুত। শিগগির শুটিং শুরু করবো। শিল্পী কারা থাকবেন সেটা কয়েকদিন পর জানাবো। তবে শিল্পী নির্বাচনে এবার কিছুটা ভিন্নতা থাকবে।’

‘সংসার’ নিয়ে তিনি বলেন, ‘আমার চোখে একটি আদর্শ দম্পতি কেমন, সেটাই তুলে ধরব নাটকটিতে।’

নাটকটির গল্প নিয়ে আরিয়ান আরও বলেন, ‘পাত্র-পাত্রি দুজনেই ঢাকায় মেসে থেকে লেখাপড়া করেছে। এরপর মফঃস্বল শহরে বিয়ের আনুষ্ঠানিকতা সেরে চলে যান কক্সবাজার হানিমুনে। জীবিকার তাগিদে ওই দম্পতি ঢাকায় থাকেন। দু-জনেই চাকুরীজীবী। স্বামীর বেতন ৩০ হাজার এবং স্ত্রীর বেতন ২০ হাজার। একটি আদর্শ দম্পতির সংসারে সুখের মুহূর্ত, সাংসারিক ক্রাইসিস; মানে বিয়ের সাতদিন পর থেকে সংসার গোছানোর জীবনটাই তুলে ধরব নাটকটিতে।’

এসএ/

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি