ঢাকা, শনিবার   ০৫ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

শুভ-তানহার ‘ভালো থেকো’ সেন্সরে

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:৫৮, ৫ জানুয়ারি ২০১৮

Ekushey Television Ltd.

সেন্সরে জমা দেয়া হয়েছে নতুন সিনেমা ‘ভালো থেকো’। জাকির হোসেন রাজুর পরিচালনায় সিনেমাটিতে অভিনয় করছেন তানহা তাসনিয়া ও আরিফিন শুভ।

সম্প্রতি সিনেমাটি সেন্সরে জমা দেয়া হয়েছে বলে সেন্সর সূত্রে জানা গেছে। তবে এখনও প্রদর্শনের তারিখ ঠিক করা হয়নি। আশা করা যাচ্ছে খুব শিঘ্রই এটি প্রদর্শন করা হবে।

আরেফিন শুভ ও তানহা তাসনিয়া ছাড়া আরও অভিনয় করেছেন আসিফ ইমরোজ, তানিন সুবহা, কাজী হায়া, রেবেকা, জ্যাকি আলমগীর, মঞ্জুর সহ আরও অনেকে।

২০১৬ সালের ২০ সেপ্টেম্বর সিনেমাটির আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। নেপালেও দুটি গানের দৃশ্যায়ন করা হয়েছে।

সিনেমাটির গল্পে পারিবারিক সম্পর্কে শুভ বেয়াইয়ের চরিত্রে আর তানহা তার বেয়াইন চরিত্রে অভিনয় করেছেন। তাদের মধ্যকার প্রেম এবং পারিবারিক দ্বন্দ্ব -এই নিয়ে এগিয়ে যাবে গল্প।

এসএ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি