ঢাকা, শনিবার   ০৫ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

কান চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হবে ‘রাজ্য’

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২২:৩২, ৫ জানুয়ারি ২০১৮

Ekushey Television Ltd.

বিশ্বের সেরা চলচ্চিত্র উৎসবগুলোর মধ্যে কান অন্যতম। এখানেই এবার প্রদর্শিত হবে বাংলাদেশের স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘রাজ্য’। এই ছবিতে অভিনয় করেছেন ওবিদ রেহান। আর স্বল্পদৈর্ঘ্যটি পরিচালনা করেছেন নিয়াজ কামরান আবির।

আগামী ৮ থেকে ১৯ মে শুরু হতে যাচ্ছে ৭১তম কান চলচ্চিত্র উৎসব। এই উৎসবে নিজের অভিনীত ছবি প্রদর্শিত জানিয়ে ওবিদ রেহান বলেন, আমার কাজ কানে প্রদর্শিত হবে এটা আমার জন্য খুবই আনন্দের। আমি এ জন্য নির্মাতা আবিরের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। তিনি আমাকে ভালো একটি কাজ করার সুযোগ করে দিয়েছেন।

বর্তমানে ওবিদ রেহান নাটকের কাজ নিয়ে ব্যস্ত রয়েছেন। ইতিমধ্যে তিনি কাজ করেছেন কায়সার আহমেদের ‘মহাগুরু’ ‘আয়না’তে। জাহিদ হাসানের ‘সেন্টিমেন্টাল সেলিম’ ‘ডন’, জাহিদুল ইসলাম জাহিদের ‘সমাজবিজ্ঞান’, শফিকুল ইসলামের ‘এইটুকু ছোঁয়া লাগে’ ইত্যাদি।

  

এসি/টিকে


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি