ঢাকা, শনিবার   ০৫ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

ব্যাংকক গেলেন মিম

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:৫৫, ৬ জানুয়ারি ২০১৮ | আপডেট: ১১:৫৫, ৬ জানুয়ারি ২০১৮

Ekushey Television Ltd.

নতুন বছরের শুরুতে সিনেমার শুটিংয়ের জন্য ব্যাংকক গেলেন মিম। পাঁচদিনের এই সফরের উদ্দেশ্যে শুক্রবার দুপুরে তিনি ঢাকা ছেড়েছেন।

ঢাকা ত্যাগ করার আগে মিম জানান, ‘ওখানে শাকিব খানের সঙ্গে আমার ‘আমি নেতা হব’ সিনেমার গানের দৃশ্যায়নের শুটিং হবে। ইতিমধ্যে সিনেমার অধিকাংশ কাজ শেষ হয়েছে। শুধু গানের কাজই বাকি ছিল। আশা করি, এ সিনেমাটি দর্শকরা পছন্দ করবেন।’

‘আমি নেতা হব’ সিনেমাটি পরিচালনা করছেন উত্তম আকাশ। শাপলা মিডিয়া প্রযোজিত এ সিনেমাতে আরও অভিনয় করেছেন ওমর সানি ও মৌসুমী।

এদিকে মিম অভিনীত সবশেষ গত বছরের শেষদিকে মনতাজুর রহমান আকবরের পরিচালনায় ‘দুলাভাই জিন্দাবাদ’ সিনেমাটি মুক্তি পায়। এ সিনেমাতে তার বিপরীতে অভিনয় করেন বাপ্পি।

এ সিনেমার বাইরে তারেক শিকদারের ‘দাগ’ ও সৈকত নাসিরের ‘পাষাণ’ নামে দুটি চলচ্চিত্রে কাজ শেষ করেছেন মিম। নতুন এ দুটি সিনেমা চলতি বছরে মুক্তি পাবে।

এসএ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি