ঢাকা, শুক্রবার   ০৪ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

জোভানের প্রেমে অভিনেত্রী নাবিলা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:৪১, ৭ জানুয়ারি ২০১৮ | আপডেট: ১১:৪২, ৭ জানুয়ারি ২০১৮

Ekushey Television Ltd.

পাশাপাশি দুটি এলাকা। দুই এলাকায় দুটি গ্রুপ। এদের মধ্যে সব সময়ই ঝগড়া বিবাদ লেগে থাকে। দুই গ্রুপে চলে আধিপত্য বিস্তারের লড়াই। নাবিলা যে এলাকায় থাকেন সেই এলাকার ছেলে জোভান। গ্রুপে অনেকেই নাবিলাকে পছন্দ করে। তবে নাবিলার পছন্দ জোভানকে। একটা সময় সেই পছন্দ রুপ নেয় ভালোবাসায়। নাবিলা তখন জোভানের সাহসের অনুপ্রেরণা। তার উৎসাহেই শত্রু গ্রুপকে শায়েস্তা করতে উদ্যত হয় জোভান ও তার গ্রুপ।

হঠাৎ একটি মেয়ের সঙ্গে জোভানের সম্পর্ক নিয়ে শুরু হয় নাবিলার সঙ্গে ভুল বোঝাবুঝি। এরপর ভিন্ন চিত্র। এমনই এক গল্পে নির্মিত হয়েছে ছয় পর্বের কমেডি ধারাবাহিক নাটক ‘বদলাপুরের বালকগণ’। নাটকটি পরিচালনা করেছেন- তুহিন হোসেন।

এ নাটকে কাজ করা প্রসঙ্গে অভিনেত্রী নাবিলা ইসলাম বলেন, ‘বছরের প্রথম কাজ ছিল আমার এটি। ১ ও ২ জানুয়ারি এই নাটকের শুটিং করেছি। অনেক মজা হয়েছে শুটিংয়ে। কমেডিতে ভরপুর সব সংলাপ। দর্শক নাটকটি উপভোগ করবেন বলে আশা করছি।’

নতুন বছরে নাবিলা আরও একটি নাটকে কাজ করেছেন। চয়নিকা চৌধুরীর পরিচালনায় সজলের বিপরীতে সেই নাটকটি শিগগিরই বেসরকারি কোনো টিভি চ্যানেলে প্রচার হবে।

এসএ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি