ঢাকা, রবিবার   ২০ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

বিরাটকে ছাড়াই দেশে ফিরলেন আনুশকা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২৩:৪৮, ৭ জানুয়ারি ২০১৮ | আপডেট: ১৬:১১, ৮ জানুয়ারি ২০১৮

Ekushey Television Ltd.

মালাবদল করতে গত বছর ডিসেম্বরে ইতালি গিয়েছিলেন আনুশকা-বিরাট। এরপর দিল্লি ও মুম্বাইতে বিবাহোত্তর সংবর্ধনা শেষে বিরাট কোহলির সঙ্গে দক্ষিণ আফ্রিকায় গিয়েছিলেন তিনি। সেখানে শিখর ধাওয়ানের স্ত্রী আয়েশা, ভুবনেশ্বর কুমারের স্ত্রী নূপুর নগর ও রোহিত শর্মার স্ত্রী রিতিকা সাজদের সঙ্গে বেশ ভালোই সময় কাটিয়েছেন তিনি। এ ছাড়া বিরাটকে নিয়ে অক্ষয় কুমারের সঙ্গেও দুপুরের খাবার খেতে দেখা যায় তাঁকে।

মধুচন্দ্রিমা শেষ করে স্বামী বিরাট কোহলি ছাড়াই ভারতে ফিরলেন আনুশকা। অন্য দিকে দক্ষিণ আফ্রিকার বোলারদের বাউন্স আর ঘূর্ণি সামলাতে ব্যস্ত বিরাট। আনুশকাকে দেওয়ার মতো সময় কই? তাই নিজেকেও ব্যস্ত রাখতে ভারতে ফিরেছেন আনুশকা। তাঁর প্রযোজনায় মুক্তির অপেক্ষায় রয়েছে ‘পরী’ সিনেমাটি। এ ছাড়া তাঁর কারণেই আটকে আছে শাহরুখ খান অভিনীত ‘জিরো’ ছবির শুটিং।

ফেব্রুয়ারি মাসের ৯ তারিখ মুক্তি পাচ্ছে পরী। ছবিতে তাঁর বিপরীতে অভিনয় করছেন পরমব্রত চট্টোপাধ্যায়। পরিচালনা করেছেন প্রসিত রায়। এ ছাড়া তাঁর অপেক্ষায় রয়েছে ক্যাটরিনা কাইফ, পরিচালক আনন্দ এল রায়সহ ‘জিরো’ ছবির গোটা ইউনিট। ফলে তাঁর স্বামী বিরাট কোহলির মতো তাঁর জন্যও অপেক্ষা করছে ব্যস্ততা।

কেআই/টিকে


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি