ঢাকা, শুক্রবার   ০৪ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

মীর সাব্বিরের জন্মদিন আজ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:১৯, ৮ জানুয়ারি ২০১৮

Ekushey Television Ltd.

অভিনয় জীবনে প্রাপ্তি অনেক। নিজেকে গড়ে তুলেছেন অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে। অভিনয় দক্ষতা দিয়ে জয় করেছেন সব শ্রেণীর দর্শকদের হৃদয়। একের পর এক দর্শকনন্দিত নাটক উপহার দিচ্ছেন সময়ের জনপ্রিয় টেলিভিশন তারকা মীর সাব্বির। আজ তার জন্মদিন।

একুশে টেলিভিশন (ইটিভি) অনলাইনের পক্ষ থেকে এই গুনি অভিনেতা ও নির্মাতার প্রতি রইলো অনেক অনেক শুভেচ্ছা।

নিজের জন্মদিনে মায়ের প্রতি শ্রদ্ধা রেখে মীর সাব্বির তার ফেসবুকে লিখেছেন, ‘মা তোমাকে অসংখ্য ধন্যবাদ। আজকের এই দিনটার কথা অনেকেই ভুলে গেলেও তোমার মনে আছে। তোমাকে অসংখ্য ধন্যবাদ। তুমি আমাদের মাঝে বেঁচে থাকো হাজার বছর।’

এছাড়া জন্মদিনে মীর সাব্বিরের সহকর্মীরা অনেকেই তাকে তার ফেসবুকে শুভেচ্ছা জানিয়েছেন। শুভেচ্ছা জানাচ্ছেন ভক্ত ও অনুসরিরা।

নিজের ক্যারিয়ারের এই পর্যায়ে এসে তিনি বলেন, ‘আমি সংগ্রাম করা মানুষ। আজ এই যে আমি, একে গড়ে তুলতে যুদ্ধ করতে হয়েছে। অনেক পথ পাড়ি দিতে হয়েছে। শ্রমে-ঘামে আজকের আমার আমি হয়েছি। আমার জীবন অনেক কষ্টের ছিল। কাজের জন্য দ্বারে দ্বারে ঘুরেছি, সুযোগ পাইনি। অনেকে অবহেলা করেছে। অনেক নায়িকা আমার সঙ্গে কাজ করতে চায়নি। তবে হতদ্যোম হইনি। সংগ্রাম চালিয়ে গেছি। পরিশ্রমের মাধ্যমে আমি আমার প্রতিভা দেখিয়েছি। কাজের মাধ্যমে প্রমাণ দিয়েছি। যে আমাকে ঘৃনা করেছে, আমি তাকে ভালোবেসেছি। ধৈর্য্য, অধ্যবসায় ধরে রেখেছি।’

এসএ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি