ঢাকা, শনিবার   ০৫ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

সর্বদা নিজেকে একজন সাধারণ মানুষ ভাবি: ওমর সানী

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:৪৯, ৮ জানুয়ারি ২০১৮

Ekushey Television Ltd.

অভিনেতা ওমর সানী নিজেকে সবসময় একজন সাধারণ মানুষ হিসেবে ভাবতে ভালোবাসেন। তিনি মনে করেন নিজেকে সাধারণ ভাবাটাই প্রকৃত ভাবনা। একজন সাধারণ মানুষ হিসেবেই বেঁচে থাকতে চাই। ক্যামেরার সামনেও নিজেকে অতি সাধারণভাবে সাজাতে চাই। আজ এক ফেসবুক স্ট্যাটাসে এমনটাই জানালেন ওমর সানী।  

তিনি বলেন, আমি অভিনেতা হয়েছি কিনা জানি না। তবে অভিনেতা হওয়ার চেষ্টা করছি। এই যে, মনে করেন আমি একজন কৃষক, ক্ষতি কি? আমি অভিনয়, ডান্স, ফাইট বিভিন্ন চরিত্র করে নিজেকে ভাঙার চেষ্টা করি বার বার।

তিনি বলেন, এর কারণ একটাই, আমার মৃত্যুর সময় আমি কিছুই নিয়ে যেতে পারবো না। এবং এটাই বাস্তবতা। আমাকে তখন সাধারণ অবস্থায়ই এই পৃথিবী থেকে বিদায় নিতে হবে। তাই আমি প্রথমেই বলেছি নিজেকে সবসময় সাধারণ ভাবি এবং ভাবা উচিত।

আমার মৃত্যুর পর একটাই চাওয়া, আপনাদের ভালোবাসা। আর রেখে যেতে চাই আমার সৎকর্ম। 

 

 এসি/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি