ঢাকা, শনিবার   ২৩ নভেম্বর ২০২৪

মল্লিকাকে বাড়ি খালি করার নির্দেশ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:০৯, ১০ জানুয়ারি ২০১৮

বাড়ি ভাড়া দিতে পারছেন না বলিউড অভিনেত্রী মল্লিকা শেরাওয়াত। তাই তাকে বাড়ি খালি করে দেওয়ার নির্দেশ দিয়েছে ফ্রান্সের এক আদালত। তবে এখনই নয়, তাদের কাছে ৩১ মার্চ অবধি সময় আছে বাড়ি খালি করার। এদিকে এই নির্দেশের বিরুদ্ধে পাল্টা আদালতে মামলা দায়ের করতে পারে বলে জানা গেছে।

যদিও অভিনেত্রী বলিউডকে গুডবাই জানিয়েছেন অনেক আগেই। এখন প্যারিসে আছেন মল্লিকা। বিয়েও করেছেন এক ফরাসী নাগরিককে। বিয়ের পর প্যারিসের এক অভিজাত এলাকায় একটি বিলাসবহুল ফ্ল্যাট ভাড়া নেন দুজনে।

তবে বাড়ির মালিকের অভিযোগ, একবার ছাড়া আর ভাড়া দেননি তারা। এখন সেই ভাড়া বাড়তে বাড়তে ৭৮,৭৮৭ ইউরোতে গিয়ে ঠেকেছে।

বাড়ির মালিক জানিয়েছেন, গত বছর জানুয়ারি মাস থেকে তারা এই ফ্ল্যাটে এসে থাকা শুরু করেন। ফ্ল্যাটের মাসিক ভাড়া ৬,০৫৪ ইউরো। ভারতীয় মুদ্রায় চার লক্ষ টাকা। কিন্তু বাড়ির মালিকের অভিযোগ একবার ছাড়া আর কোন মাসের ভাড়া দেননি মল্লিকা। তিনি জানিয়েছেন, একবার মাত্র ২৭১৫ ইউরো দিয়েছিলেন মল্লিকা। তারপর থেকে এক পয়সাও দেননি। এখন সেই ফ্ল্যাট ভাড়া গিয়ে ঠেকেছে ৭৮৭৮৪ ইউরোতে। ভারতীয় মুদ্রায় যা প্রায় ৬০ লক্ষ টাকা।

গত বছর নভেম্বর মাসে এই দম্পতির আইনজীবী আদালতকে জানায়, তার মক্কেল আর্থিক ভাবে কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে। যদিও বাড়ির মালিক আদালতকে জানান, এই সময়ে মল্লিকা দশ মিলিয়ন টাকা রোজগার করেছেন। দু’পক্ষের বক্তব্য শোনার পর ডিসেম্বর মাসে আদালত অবশ্য মল্লিকা ও তার স্বামীকে ৭৮,৭৮৭ ইউরো ফেরত দেওয়ার নিদেশ দেয়। সেই সঙ্গে তাদের আসবাবপত্র বাজেয়াপ্ত করার সবুজ সঙ্কেত দেয় আদালত।

মল্লিকা অবশ্য বরাবরই এই খবরে গুজব বলে উড়িয়ে দিয়েছে। সোশ্যাল মিডিয়ায় জানান, তার প্যারিসে কোন ফ্ল্যাট নেই। যদি কেউ ফ্ল্যাট উপহার করে থাকে তার নাম ঠিকানা যেন তাকে দেওয়া হয়।

সূত্র : কলকাতা টুইন্টিফোর

এসএ/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি