ঢাকা, শনিবার   ০৫ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

লাখ টাকার কেক কেটে ‘নায়ক’র মহরত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:৩৮, ১২ জানুয়ারি ২০১৮ | আপডেট: ১১:৪৪, ১২ জানুয়ারি ২০১৮

Ekushey Television Ltd.

পৌনে এক লাখ টাকার কেক কেটে নতুন সিনেমা ‘নায়ক’র মহরত অনুষ্ঠিত হয়েছে। এফডিসিতে বুধবার সন্ধ্যায় এ সিনেমার মহরত অনুষ্ঠান আয়োজন করা হয়। এর মাধ্যমে নতুন বছরে যুক্ত হয়েছে আরও একটি সিনেমা।

‘নায়ক’ সিনেমাটি পরিচালনা করছেন ঢাকাই চলচ্চিত্রের যুগল নির্মাতা ইস্পাহানী-আরিফ জাহান। সিনেমাটির শুটিংয়ের জন্য এফডিসির তিন নাম্বার ফ্লোরে বিশাল বাজেটের সেট নির্মাণ করা হয়েছে। আর এই সেটেই আয়োজন করা হয় মহরতের। সিনেমার সেট যেমন ছিল দৃষ্টিনন্দন, তেমনি বিশাল সাইজের কেক আগত অতিথিদের বিস্মিত করেছে। সাধারণত মহরতের অনুষ্ঠানে এতো বড় কেক দেখা যায় না।

মহরত হওয়ার পর বৃহস্পতিবার থেকেই সিনেমাটির শুটিং শুরু হয়েছে। এফডিসিতে টানা শুটিং চলবে। এরপর গানের শুটিংয়ের জন্য দেশের বাইরে যাওয়ার কথা রয়েছে বলেও জানিয়েছেন নির্মাতা।

নতুন এ সিনেমাতে প্রথমবার নায়ক বাপ্পি চৌধুরীর বিপরীতে দেখা যাবে অধরা খানকে। সিনেমাটিতে আরও থাকছেন- সুব্রত, অমিত হাসান, আনজুমান আরা বকুল, শিমুল খান, আমান রেজা, পাপিয়া সহ আরও অনেকে। সিনেমার কলাকুশলীদের পাশাপাশি মহরত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন চিত্রনায়ক আলমগীর।

এসএ/

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি