ঢাকা, শুক্রবার   ০৪ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

বড় পর্দায় আসছেন শমী

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:৪৬, ১২ জানুয়ারি ২০১৮

Ekushey Television Ltd.

জনপ্রিয় অভিনেত্রী শমী কায়সার। অভিনয়ে আজকাল খুব একটা দেখা যায় না তাকে। নিজের ব্যবসা ও সংসার নিয়েই ব্যস্ত থাকছেন তিনি। তবে এবার জানা গেল নতুন খবর। নতুন করে সিনেমাতে অভিনয় করতে যাচ্ছেন তিনি। সিনেমার নাম ‘যুদ্ধশিশু’। এই সিনেমাটি দিয়ে ১৭ বছর পর বড় পর্দায় আসছেন শমী।

এর আগে ২০০১ সালে চাষী নজরুল ইসলামের ‘হাছন রাজা’ সিনেমায় কাজ করেছিলেন তিনি।

বৃহস্পতিবার সিনেমাটির শুভ মহরত অনুষ্ঠিত হয়েছে। সিনেমাটি পরিচালনা করবেন শহিদুল হক খান।

তিনি বলেন, ‘শমী কায়সারের সঙ্গে আমার আলাপ হয়েছে। তিনি সিনেমাটিতে কাজ করবেন বলে আমাকে নিশ্চিত করেছেন।’

কথাসাহিত্যিক মাসুদ হোসেনের উপন্যাস ‘রৌদ্রবেলা ও ঝরাফুল’ অবলম্বনে নির্মিত সিনেমাটিতে আরও অভিনয় করবেন পপি, চম্পা, সোহেল রানা, নাদিম খানসহ আরও অনেকেই।

শিগগিরই সিনেমাটির শুটিং শুরু হবে এবং চলতি বছরেই এটি মুক্তি দেয়ার পরিকল্পনা রয়েছে।

এসএ/

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি