বাম হাতে গাড়ি চালানো শিখছেন সুজানা
প্রকাশিত : ১২:৩৯, ১৩ জানুয়ারি ২০১৮
জনপ্রিয় মডেল ও অভিনেত্রী সুজানা জাফর। বর্তমানে তিনি আছেন মধ্যপ্রাচ্যের দেশ দুবাইতে। সেখানে গিয়ে ড্রাইভিং শিখছেন তিনি। দেশটির আল কুয়োজ এলাকায় বিশ্ববিখ্যাত বেলহাসা ড্রাইভিং সেন্টারে গাড়ি চালানোর জন্য এরই মধ্যে কোর্সও শুরু করেছেন তিনি।
সুজানা বলেন, ‘আমার কাছে দুবাইয়ের স্থায়ী ভিসা রয়েছে। সেজন্য আমি এখান থেকে ড্রাইভিং শিখতে পারছি। তাছাড়া আমার অনেকদিনের ইচ্ছে ছিল ইন্টারন্যাশনাল ড্রাইভিং লাইসেন্স পাওয়ার। আর বাংলাদেশের চেয়ে এখানে অনেক ভালোভাবে শেখানো হয়।’
তিনি আরও বলেন, ‘প্রথমবার গাড়ি চালানো শিখছি। বাংলাদেশে আমার ড্রাইভিং লাইসেন্স নেই। তাছাড়া বাংলাদেশে ডান হাতে ড্রাইভিং শেখানো হয়, মজার ব্যাপার হচ্ছে এখানে বাম হাতে গাড়ি চালানো শেখানো হচ্ছে। শুধু এখানেই নয়, বিশ্বের বিভিন্ন দেশেও বাম হাতে গাড়ি চালানো হয়।’
সুজানা বলেন, ‘দুবাইয়ে ড্রাইভিং শেখার আগে বেলহাসা ড্রাইভিং সেন্টারে থিওরি পরীক্ষা দিতে হয়। তারপর হাতেকলমে শেখানো হয় কীভাবে ড্রাইভিং করতে হয়।’
তিনি বলেন, ‘দুবাইয়ের বেলহাসা ড্রাইভিং সেন্টার থেকে ড্রাইভিং লাইসেন্স পেতে হলে মোট ৪০টি ক্লাস করতে হবে। টানা ক্লাসগুলো শেষ করতে পারছি না। আপাতত ১০টি ক্লাস করব। কারণ আগামী সপ্তাহে দেশে ফিরবো। পরের মাসে আবার দুবাই এসে বাকি ক্লাস শেষ করব।’
এসএ/