ঢাকা, বৃহস্পতিবার   ১০ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

ব্যাংককে বুবলীতে মেতেছে শাকিব (ভিডিও)

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০০:১৩, ১৪ জানুয়ারি ২০১৮ | আপডেট: ০০:১৫, ১৪ জানুয়ারি ২০১৮

Ekushey Television Ltd.

ব্যাংককে চলছে শাকিব খান ও বুবলির গানের শ্যুটিং। ‘চিটাগাংইয়া পোলা নোয়াখাইল্লা মাইয়া’ ছবির গান নিয়েই এখন ব্যস্ত রয়েছেন এই দুই তারকা। শাপলা মিডিয়ার প্রযোজনায় উত্তম আকাশের এই ছবিতে দুই তারকা হাজির হচ্ছেন ভিন্ন লুক ও ব্যাপাক রোমান্স নিয়ে।

বর্তমানে এই ছবির গানের দৃশ্যায়ন চলছে ব্যাংককের বিভিন্ন নান্দনিক লোকেশনে। সিনেমার গানের কোরিওগ্রাফার হিসেবে আছেন কলকাতার জনপ্রিয় নৃত্য পরিচালক বাবা যাদব। তিনি নিজের ফেসবুকে একটি ভিডিও পোস্ট করেছেন। সেখানে দেখা গেছে শাকিব ও বুবলী ঝরনার নিচে পাথরের উপর দাঁড়িয়ে গানের দৃশ্যায়নে অংশ নিচ্ছেন।

এ প্রসঙ্গে উত্তম আাকাশ বলেন, ‘ব্যাংককে আমাদের গানের শ্যুটিং চলছে। এখানে শেষ হলেই দেশে কিছু কাজ বাকি আছে সেটুকু শেষ করবো। এই ছবিটি কিছুটা কমেডি নির্ভর। আশা করি এই ছবি দর্শক পছন্দ করবেন। ইচ্ছে আছে ছবিটি চলতি বছরই মুক্তি দেওয়ার।’

 

এসি/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি