ঢাকা, শনিবার   ০৫ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

জয়ার ঝুলিতে এবার সাংবাদিকদের পুরস্কার

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২৩:২৪, ১৪ জানুয়ারি ২০১৮ | আপডেট: ১০:১৫, ১৫ জানুয়ারি ২০১৮

Ekushey Television Ltd.

জয়া আহসান অভিনয় দক্ষতা দিয়ে দুই বাংলা মাতিয়ে চলেছেন। ভাসছেন প্রসংসায়। পাচ্ছেন একের পর এক পুরস্কার। কিছুদিন আগে জি সিনে অ্যাওয়ার্ডে সেরা অভিনয়শিল্পীর পুরস্কার জয়ের পর এবার পেলেন আরেকটি পুরস্কার।

কলকাতার প্রিয়া সিনেমা হলে ‘বেঙ্গল ফিল্ম জার্নালিস্টস অ্যাওয়ার্ড’ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই অনুষ্ঠানে জয়ার হাতে পুরস্কার তুলে দেন প্রসেনজিৎ। ভারতের পশ্চিমবঙ্গের সাংবাদিক সমিতি আয়োজিত এই অনুষ্ঠানে জয়া অভিনীত ‘বিসর্জন’ চলচ্চিত্র আরও তিনটি বিভাগে পুরস্কার পেয়েছে।

পুরস্কার প্রাপ্তীতে ভীষণ খুশি জয়া আহসান। তিনি বলেন, ‘পুরস্কারপ্রাপ্তী আমার কাছে শুধু স্বীকৃতি নয়, এটা আমাকে আরও ভালো কাজ করার জন্য উৎসাহ ও অনুপ্রেরণা জোগায়।’

দুপুরে পুরস্কার গ্রহণের পর পরই জয়া চলে যান মুর্শিদাবাদে। সেখানে সৃজিত মুখার্জির নতুন ছবি ‘এক যে ছিল রাজা’র শ্যুটিং এ অংশ নেওয়ার কথা রয়েছে তার।

 

এসি/টিকে


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি