ঢাকা, শনিবার   ০৫ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

উচ্ছ্বসিত পরীমনি (ভিডিও)

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:১৪, ১৫ জানুয়ারি ২০১৮ | আপডেট: ১৩:৪৪, ১৫ জানুয়ারি ২০১৮

Ekushey Television Ltd.

‘রক্ত’ সিনেমার আলোচিত আইটেম গান ‘ডানা কাটা পরী’ ২ কোটির ক্লাব অতিক্রম করেছে। এ সংবাদ প্রকাশ পর্যন্ত ইউটিউবে ভিউ (দেখা) হয়েছে ২ কোটি ৩ লাখ ৭৭ হাজার ৮৮৯ বার। আর এই খুশিতে দারুন উচ্ছ্বসিত সিনেমার নায়িকা পরীমনি।

দেশের শীর্ষস্থানীয় চলচ্চিত্র প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়া ও কলকাতার এসকে মুভিজের যৌথ প্রযোজনায় নির্মিত এই সিনেমাতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেন ঢাকাই চলচ্চিত্রের লাস্যময়ী নায়িকা পরীমনি।

২০১৬ সালের ৬ আগস্ট অনলাইনে প্রকাশ করা হয় সিনেমাটির ‘ডানা কাটা পরী’ শিরোনামের গানটি। এটি গেয়েছেন ভারতীয় সঙ্গীত শিল্পী কনিকা কাপুর। গানটি প্রকাশের পর প্রায় এক বছর ৫ মাস কেটে গেছে। কিন্তু এই গানের রেশ রয়ে গেছে এখনো। গত বছরের এপ্রিলে কোটি ছাড়ানোর পর এবার দুই কোটির মাইলফলক স্পর্শ করেছে গানটি।

এতে বেশ উচ্ছ্বসিত সিনেমার নায়িকা পরীমনি। ফেসবুকে তিনি লিখেছেন, ‘ডানা কাটা পরী; ২ লাখ ভিউ; লাভ ইউ অল।’

উল্লেখ্য, ২০১৬ সালের ১২ সেপ্টেম্বর মুক্তি পায় ‘রক্ত’। এতে পরীমনি ছাড়া আরও অভিনয় করেন রোশন, আশিস বিদ্যার্থী, বিপ্লব চ্যাটার্জি, রাজা দত্ত, অমিত হাসান প্রমুখ।

গানের ভিডিওটি দেখতে ক্লিক করুন :

এসএ/

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি