জন্মদিনেও ব্যস্ত শমী কায়সার
প্রকাশিত : ১৩:১১, ১৫ জানুয়ারি ২০১৮ | আপডেট: ১৩:১৬, ১৫ জানুয়ারি ২০১৮
অভিনেত্রী শমী কায়সার। আজ তার জন্মদিন। কিন্তু এ দিনেও অবসর নেই এই গুনি তারকার। কর্মব্যস্ততায় কাটছে অভিনেত্রীর জন্মদিন। সকালে এফবিসিসি আই’র একটি মিটিং এ অংশ নেন তিনি। এরপর নিজের প্রতিষ্ঠান ধানসিঁড়ির একটি মিটিং এ অংশ নিবেন তিনি। সব মিলিয়ে দুটি মিটিংয়ের মধ্যদিয়ে ব্যস্ততার মাঝেই কাটবে আজকের দিনটি।
একুশে টিভি ও অনলাইনের পক্ষ থেকে এই গুনি অভিনেত্রীর জন্য রইলো শুভেচ্ছা। শুভ জন্মদিন।
তিনি বলেন, ‘রাতে পরিবারের সঙ্গে সময় কাটাতে পারব কিনা তাও জানি না। কারণ রাতের ফ্লাইটে কলকাতা যাওয়ার সম্ভাবনা আছে। তবে সবার কাছে দোয়া চাই আল্লাহ যেন আমাকে সুস্থ রাখেন, ভালো রাখেন।’
উল্লেখ্য, আতিকুল হক চৌধুরীর নির্দেশনায় ‘কে বা আপন কে বা পর’ নাটকে অভিনয়ের মধ্যদিয়ে টিভি নাটকে শমী কায়সারে অভিষেক ঘটে। সর্বশেষ গত বছরের ঈদুল আযহায় চয়নিকা চৌধুরীর নির্দেশনায় ‘কালো চিঠি’ নাটকে অভিনয় করেন তিনি। একই পরিচালকের ‘শেষের পরে’ এবং ‘অনুমতি প্রার্থনা’ নাটকে তিনি অভিনয় করেছিলেন। গত তিন বছরে শমী কায়সারকে এই তিনটি নাটকেই অভিনয় করতে দেখা যায়। তিনটি নাটকেই তার বিপরীতে অভিনয় করেছেন মাহফুজ আহমেদ।
এদিকে শহীদুল হক খানের ‘যুদ্ধ শিশু’ চলচ্চিত্রে শমী কায়সার অভিনয় করছেন এমন সংবাদ প্রকাশ পায়। তবে এমন সংবাদে দুঃখ প্রকাশ করেছেন অভিনেত্রী। জানা গেছে- ‘যুদ্ধ শিশু’ চলচ্চিত্রে অভিনয় করছেন না শমী কায়সার।
এ বিষয়ে শমী কায়সার বলেন, ‘চলচ্চিত্রটির পরিচালক চেয়েছিলেন আমি এতে অভিনয় করি। কিন্তু আমি এখন ভীষণ ব্যস্ত। চলচ্চিত্রে অভিনয় করার মতো সময় এখন আমার নেই। পরিচালক বলেছিলেন সময় সমন্বয় করে নেবেন। কিন্তু তারপরও হচ্ছে না। তাই যুদ্ধ শিশু চলচ্চিত্রে আমার অভিনয় করা হয়ে উঠছে না।’
এসএ/