ঢাকা, শনিবার   ২৩ নভেম্বর ২০২৪

তালাক নোটিশের স্বাক্ষরের সঙ্গে শাকিবের সাক্ষরের মিল নেই: অপু 

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২৩:০১, ১৫ জানুয়ারি ২০১৮

চিত্রনায়ক শাকিব খানের দেওয়া তালাক নোটিশের পরিপ্রেক্ষিতে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) পারিবারিক আদালতে সোমবার শুনানী হয়। সেখানে উপস্থিত হন চিত্রনায়িকা অপু বিশ্বাস। তবে শাকিব খান বা তার কোনো প্রতিনিধি শুনানীতে অংশ নেয়নি।

অপু বিশ্বাস দুপুর ১২টার দিকে কর অঞ্চল-৩ এর কার্যালয়ে হাজির হন। সেখানে আরো উপস্থিত ছিল তার মামা স্বপন বিশ্বাস। প্রায় ৩০ মিনিট তাদের বিচ্ছেদের ওপর শুনানী হয়। শাকিব খান উপস্থিত না হওয়ায় এর পরবর্তী শুনানীর তারিখ ধার্য করা হয় ১২ ফেব্রুয়ারি। 

শুনানী শেষে অপু বিশ্বাস বলেন, শাকিব খান যে তালাক নোটিশ পাঠিয়েছে সেখানে তার যে সাক্ষর দেখা যাচ্ছে সেটির সঙ্গে শাকিবের সাক্ষরের কোনো মিল নেই। আমি আগে তার যে সাক্ষর দেখেছি আর  এখানে যেটি দেওয়া এটা তার নয়। 

অপু বিশ্বাস আরো বলেন, তালাক প্রক্রিয়া সম্পন্ন করার জন্য এখানে যে সমস্ত তথ্য প্রমাণ দেওয়া হয়েছে তাতে অনেক ঘাটতি রয়েছে। তাছাড়া আমার একটি সন্তান রয়েছে এবং ধর্মান্তরিতও হয়েছি। আমি শাকিবের সঙ্গে সংসার করতে চাই।  

ডিএনসিসি কর্মকর্তা হেমায়েত হোসেন বলেন, ‘আমরা দুই পক্ষকে হাজির হওয়ার জন্য নোটিশ করেছিলাম। কিন্তু এখানে একপক্ষ আসেননি। তাই পরবর্তী তারিখ নির্ধারণ করেছি ১২ ফেব্রুয়ারি। এখন আমরা আরেকটি নোটিশ জারি করবো। এরপর যদি না আসেন তাহলে আমরা তৃতীয় আরেকটি নোটিশ দেব। তারপরও যদি না আসেন তাহলে ডিভোর্স কার্যকর হয়ে যাবে।   

জানা গেছে, শাকিব খান বর্তমানে ব্যাংকক রয়েছেন। সেখানে তিনি `চিটাগাইঙ্গা পোয়া, নোয়াখাইল্লা মাইয়া` ছবির গানের শ্যুটিং নিয়ে ব্যস্ত রয়েছেন। 

 

 

এসি/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি