ঢাকা, শনিবার   ০৫ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

জাত-ধর্ম সব ছেড়েছি, শাকিবকে ছাড়বো না

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:৩১, ১৬ জানুয়ারি ২০১৮

Ekushey Television Ltd.

“ভালবেসে জাত-ধর্ম সব ছেড়েছি। আর যেই ভালবাসার জন্য সব ছেড়েছি, সেই ভালবাসাকে হারাতে পারবো না। তাই শাকিবকে ছাড়তে চাই না।” ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে শাকিব-অপুর প্রথম সমঝোতা বৈঠকে উপস্থিত হয়ে অপু বিশ্বাস এ মন্তব্য করেন। তবে বৈঠকে শাকিব খান উপস্থিত ছিলেন না।

এসময় অপু বিশ্বাস কান্নাজড়িত কণ্ঠে বলেন, “ভালোবেসে ধর্ম ছেড়েছি। হিন্দু থেকে মুসলিম হয়েছি। এখন সেই ভালোবাসার স্বামীকে হারাতে চাই না। আমার একটি সন্তান রয়েছে, আমি বিচ্ছেদ চাই না। শাকিব যে অভিযোগগুলো করেছে এগুলো ঠিক নয়। ওর জন্য আমি ধর্ম ত্যাগ করেছি। ভুল বোঝাবুঝি হয়েছে। তাকে অন্যরা ভুল বুঝিয়েছে। ও সামনাসামনি হলে সব ভুলবোঝাবুঝির অবসান ঘটত। ভেবেছিলাম আজ তাকে পাব, পেলাম না।”

এদিকে অপু বিশ্বাস যতই ভালবাসার ঘরকে আগলে ধরতে চাইছেন, শাকিব ততই যেন পেছনে সরে যাচ্ছেন। সমঝোতা বৈঠকে উপস্থিত হওয়াতো দূরে থাক, অপুর চেহারাই নাকি শাকিব আর দেখতে চান না। তাই ডিভোর্সের সিদ্ধান্তে অটল রয়েছেন শাকিব খান। ব্যাংককে থাকা শাকিব খান সাংবাদিকদের বলেন, আমি আর এসব নিয়ে কোনো কথা বলতে চাই না। এসব ঝামেলায় আমার কাজের অনেক ক্ষতি হয়েছে। কাজে আর কোন ব্যঘাত ঘটুক, তা চাইনা। যা হওয়ার তা আইনি ভাবেই হবে।

সিটি করপোরেশনের পক্ষে বৈঠকে উপস্থিত ছিলেন সিটি করপোরেশনের অঞ্চল-৩-এর প্রধান নির্বাহী কর্মকর্তা মো. হেমায়েত হোসেন। সিটি করপোরেশনের অঞ্চল-৩এর প্রধান নির্বাহী কর্মকর্তা মো. হেমায়েত হোসেন বলেন, আমাদের কাজ হলো সমঝোতা করিয়ে দেওয়া, তালাক নয়। তবে এ ব্যাপারে কাউকে জোর করতে পারি না। ৯০ দিনের মধ্যে সিটি করপোরেশনের ডাকা তিনবারের বৈঠকে সমঝোতা না হলে স্বয়ংক্রিয়ভাবে ডিভোর্স হয়ে যাবে। আগামী ১২ ফেব্রুয়ারি দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত হবে বলেও জানান তিনি।

উল্লেখ্য, গত ২২ নভেম্বর আইনজীবীর মাধ্যমে ডিভোর্সের নোটিশ পাঠান শাকিব খান। সেখানে ডিভোর্সের কারণ উল্লেখ করে শাকিব বলেন, অপু বিশ্বাস কথিত বয়ফ্রেন্ডের সঙ্গে ভারতে বেড়াতে গেছেন। এই সময়ে ছেলে জয়কে বাসার কাজের লোকের কাছে রেখে গেছেন, যা তার সন্তানের জন্য অনিরাপদ। এছাড়া অপুর উচ্ছৃঙ্খল আচরণে বিরক্ত হয়ে ডিভোর্সের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেও শাকিব যোগ করেন।

প্রায় ১৪ মাস অন্তরালে থাকার পর গত বছরের ১০ এপ্রিল বেসরকারি টিভি চ্যানেল নিউজ টুয়েন্টিফোরে এসে বিয়ে ও সন্তানের খবর জানান অপু বিশ্বাস। তিনি জানান, ২০০৮ সালের ১৮ এপ্রিল শাকিবের সঙ্গে বিয়ে হয় তার। কলকাতার একটি ক্লিনিকে ২০১৬ সালের ২৭ সেপ্টেম্বর জন্ম হয় ছেলে আব্রাম খান জয়ের। শুধু তাই নয়, শাকিব বেশ কয়েকবার অপুকে দিয়ে গর্ভপাত করিয়েছেন বলেও অভিযোগ আনেন অপু। ছেলে আব্রাম জয়ের বেলায় অ্যাবরশন না করানোয় অপুর উপর চটে যান শাকিব। এর পর থেকেই অপুর সঙ্গে বাড়তে থাকে শাকিবের, এমন অভিযোগ আনেন অপু বিশ্বাস।

এমজে/

 

 

 

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি