ঢাকা, শনিবার   ২৩ নভেম্বর ২০২৪

শুভ-তানহার ‘ভালো থেকো’ ছাড়পত্র পেলো

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:৫৭, ১৬ জানুয়ারি ২০১৮ | আপডেট: ১৯:৩৮, ১৬ জানুয়ারি ২০১৮

জাকির হোসেন রাজু পরিচালিত ‘ভালো থেকো’ সেন্সর ছাড়পত্র পেয়েছে। সিনেমাটির প্রযোজক জাহিদ হাসান অভি খবরটি নিশ্চিত করেছেন।

অভি বলেন, সেন্সর বোর্ড থেকে আমরা সিনেমাটি প্রদর্শনের অনুমতি পেয়েছি। দু-এক দিনের মধ্যে সেন্সর সার্টিফিকেট পেয়ে যাব। তিনি আরও জানান, সিনেমাটি ভালোবাসা দিবস উপলক্ষে শতাধিক সিনেমা হলে মুক্তি পাবে।

সিনেমাটিতে অভিনয় করেছেন আরিফিন শুভ। এতে তার সঙ্গে জুটি বেঁধেছেন তানহা তাসনিয়া। আরও অভিনয় করেছেন কাজী হায়াৎ, আমজাদ হোসেন, অরুণা বিশ্বাস, রেবেকা, এম এ শহীদ। বিশেষ একটি চরিত্রে অভিনয় করেছেন আসিফ ইমরোজ।

পরিচালক জাকির হোসেন রাজু বলেন, সিনেমাটি প্রেমের কথা বলবে, মানবতার কথা বলবে। মৌলিক গল্পের এই ছবি চাইলে সবাই একসঙ্গে বসে উপভোগ করতে পারবেন।
২০১৬ সালের ২০ সেপ্টেম্বর এফডিসির ৮ নম্বর ফ্লোরে জমকালো মহরতের মধ্য দিয়ে ‘ভালো থেকো’র শুটিং শুরু হয়েছিল। সিনেমাটিতে গান রয়েছে চারটি। লিখেছেন জাকির হোসেন রাজু, জাহিদ হাসান অভি ও প্রিয় চট্টোপাধ্যায়। সংগীত পরিচালনা করেছেন শফিক তুহিন ও কলকাতার স্যাভি। বাংলাদেশ ছাড়াও নেপালে সিনেমাটির শুটিং হয়েছে।

এসএইচ/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি