ঢাকা, শনিবার   ২৩ নভেম্বর ২০২৪

নাসরিনকে কাঁদিয়েছেন মৌসুমী-শাবনূর-পূর্ণিমা!

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:৫৮, ১৬ জানুয়ারি ২০১৮

মৌসুমী, শাবনূর ও পূর্ণিমার কারণে কাঁদতে হয়েছে ঢালিউডের পার্শ নায়িকা নাসরিনকে। ক্যারিয়ারে প্রাপ্তি নিয়ে কথা বলতে গিয়ে নাসরিন বলেন, অনেক কিছুই পেয়েছি। আবার অনেক কিছু পাইনি। তার জন্য বড় নায়িকারা দায়ী।
সেন্স অফ হিউমার নামে একটি অনুষ্ঠানে এসব কথা বলেন নাসরিন। সঞ্চালক শাহরিয়ার নাজিম জয় কাদের কারণে কাঁদতে হয়েছে জানতে চাইলে নাসরিন বলেন, মৌসুমী আপা, শাবনূর। ছবিতে আমি থাকলে আমার ক্লোজ আপটা (সাবজেক্টের খুব কাছ থেকে নেওয়া শট) থাকবে না। তারা বলতো লাইট-ক্যামেরা অন্যরকম করে দিতে। এসব নিয়ে আমি অনেক কষ্ট পেয়েছি। মেকআপ রুমে কেঁদেছি। পূর্ণিমা তৈরি হয়েছে শুধু আমার জন্য। পরে ওই আমাকে বাদ দিয়েছে। বলেছে, আমি থাকলে সে কাজ করবে না।
পূর্ণিমা বাদ না দিলে আপনি পূর্ণিমার জায়গায় যেতে পারতেন-সঞ্চালকের প্রশ্নে নাসরিন বলেন, হ্যাঁ। আমি তাই মনে করি। আমাকে রাজ্জাক ভাই বাপ্পার সঙ্গে নায়িকাও বানাতে চেয়েছিলেন।
নাসরিন আরো বলেন, রাজ্জাক ভাই’র ছবিতে বাপ্পার নায়িকা ছিল কাজল। শুটিং শুরুর আগে তার বাবা মারা যায় তখন আমাকে নায়িকা হতে বলে। কিন্তু আমি হয়নি। কারণ তখন ওই মেয়েটার বাবা মারা গেছে। এমনিতেই মন ভালো ছিলো না, এর মাঝে যদি এসে দেখত যে কাজটাও ছুটে গেছে তাহলে তো আরো কষ্ট পেতো। এমনও অনেক নায়িকা আছে যারা নাচ পারতো না। আমি তাদেরকে নাচ শিখিয়ে পরে শট দিতে পাঠিয়েছি।
কৌতুক অভিনেতা দিলদারের সঙ্গে রসায়ন নিয়ে নাসরিন বলেন, দিলদার ভাইয়ের সঙ্গে আমার অনেক কাজ করা হয়েছে। যার ফলে অনেকেই আমাকে দিলদারের নায়িকা হিসেবে ডাকতো। যেটা আমার ক্যারিয়ারের জন্য বাজে ছিলো। কেননা দিলদারের নায়িকা হিসেবে ডাকার কারণে অনেক পরিচালক আমাকে কাজ দিতো না। শুধু তাই নয়, এখনো আমি রাস্তায় বের হলে মানুষ বলে ওই যে দিলদারের নায়িকা।
নাসরিন দাবি করেন তাকে ব্যবহার করা হয়েছে। তাকে ব্যবহার করে অন্য নায়িকারা লাভবান হয়েছে।
/ এআর /



Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি