ঢাকা, রবিবার   ২০ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

মেহেদি হাতে ক্যাটরিনার বিয়ে রহস্য!

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:৩৮, ১৮ জানুয়ারি ২০১৮ | আপডেট: ১৩:৪৭, ১৮ জানুয়ারি ২০১৮

Ekushey Television Ltd.

হাতে মেহেদি পরা ছবি পোস্ট করেন বলিউড অভিনেত্রী ক্যাটরিনা কাইফ। সেখানে দেখা যাচ্ছে লজ্জায় মুখ লাল হয়ে আছে অভিনেত্রীর। এরপর থেকেই নেটিজেনরা বলছে, নিশ্চয়ই বিয়ের জন্য তৈরি হচ্ছেন ক্যাটরিনা। তবে পাত্র কে! এ নিয়ে গুঞ্জন চলছে সোশ্যাল সাইডে।
পাত্রের নামের জায়গায় বার বারই চলে আসছে সালমান খানের নাম। যদিও ক্যাট কেন হাতে মেহেদি পরেছেন তা জানা যায়নি। এদিকে, ‘টাইগার জিন্দা হ্যায়’ সিনেমার মাধ্যমে দীর্ঘদিন পর সালমানের সঙ্গে জুটি বেঁধে পর্দায় ফিরেছেন ক্যাটরিনা।
বক্স অফিসে রেকর্ড ব্যবসা করে ফেলেছে এই জুটির নতুন সিনেমা।
বলিউডে গুঞ্জন, সেই সাফল্যকে সঙ্গে নিয়েই বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন ক্যাটরিনা? সম্প্রতি আনুশকা শর্মার বিয়ের পর বলিউডের অনেকের বিরুদ্ধে  চুপি চুপি বিয়ের গুঞ্জন উঠেছে। যদিও এসবের সত্যতা পাওয়া যায়নি। এই তালিকায় ছিলেন রণবীর সিংহ ও দীপিকা পাড়ুকোনের মতো তারকা জুটিও।
নতুন করে এখন শোনা যাচ্ছে সালমান-ক্যাটরিনা কাইফের কথা। আর সেই গুঞ্জনকে উসকে দিয়েছেন নায়িকা নিজেই।
সূত্র : টাইমস অব ইন্ডিয়া
এসএ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি