ঢাকা, শনিবার   ০৫ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

অপুর বদলে মাহি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২১:১৩, ১৮ জানুয়ারি ২০১৮ | আপডেট: ০০:২৬, ১৯ জানুয়ারি ২০১৮

Ekushey Television Ltd.

‘কাঙাল’ ছবি থেকে সরে গেলেন চিত্রনায়িকা অপু বিশ্বাস। পারিবারিক জটিলতায় চলচ্চিত্র থেকে সরে দাঁড়ালেন তিনি। পাশাপাশি ছবির নামও বদলে গেল। এখন ছবিটির নাম হয়েছে ‘অন্ধকার জীবন: দ্য ডার্ক’। আর নায়িকা হিসেবে অভিনয় করবেন মাহিয়া মাহি।   

অপু বিশ্বাসের সংসার দিয়ে নানা জটিলতায় কাঙাল ছবির কাজ নিয়ে জটিলতা তৈরি হয়েছিল। সম্প্রতি শাকিব খানের সঙ্গে ডিভোর্স নিয়ে নানা জটিলতায় অভিনয় থেকে সরে দাঁড়ালেন তিনি। এরপরই ছবিটির পরিচালক বদিউল আলম খোকন চিত্রনায়িকা মাহিয়া মাহিকে ছবিতে চুক্তবদ্ধ করেন।  

এ প্রসঙ্গে ছবির পরিচালক বদিউল আলম খোকন বলেন, এই ছবিতে এখন মাহি কাজ করবেন। আর ছবির গল্প হলো একজন দুর্ধর্ষ সন্ত্রাসীকে কেন্দ্র করে। তাকে ধরার জন্য মিশনে নামেন একজন পুলিশ কর্মকর্তা। এই ছবিতে নায়ক-নায়িকার প্রেম রসায়নের চেয়ে গল্পের প্রাধান্যটা বেশি।

অন্ধকার জীবন: দ্য ডার্ক ছবিতে সন্ত্রাসীর চরিত্রে অভিনয় করবেন  অভিনেতা ডি এ তায়েব। আর একজন পুলিশ কর্মকর্তার চরিত্রে অভিনয় করবেন মাহিয়া মাহি।  

 

 

এসি/টিকে


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি