ঢাকা, শনিবার   ২৩ নভেম্বর ২০২৪

তৈরি হচ্ছে সানি লিওনের মোমের মূর্তি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:৪২, ১৯ জানুয়ারি ২০১৮ | আপডেট: ১২:১৪, ১৯ জানুয়ারি ২০১৮

সানি লিওন। বলিউডে পা রাখার পর খুবই অল্প দিনের মধ্যে মাইলস্টোন পেরিয়েছেন নীল সিনেমার এই তারকা। এক শ্রেণীর মানুষের কাছে জনপ্রিয়তা থাকলেও বলিউড প্রেমীদের কাছে স্থান করে নিয়েছেন নিজের যোগ্যতার বলে। অভিনয় দক্ষতা ও সাহসিকতা দিয়ে জয় করেছেন অনেকের হৃদয়। এবার তার মাথায় নতুন মুকুট। অমিতাভ বচ্চন, অনিল কাপুরের মতো তারকাদের সঙ্গে এক সারিতে জায়গা করে নিতে যাচ্ছেন সানি।

খ্যাতিমান বলিউড তারকাদের পাশাপাশি এবার সানির মোমের মূর্তি বসতে যাচ্ছে দিল্লির মাদাম তুসোর মিউজিয়ামে।

মাদাম তুসো মিউজিয়ামের পক্ষ থেকে একটি টিম লন্ডন থেকে মুম্বাই এসে সানির সঙ্গে দেখা করেছেন। নায়িকার প্রায় ২০০টি ছবি তুলেছেন তারা। বিষয়টি নিয়ে সানিও বেশ উত্তেজিত।

সানি বলেন, ‘আমি কৃতজ্ঞ, আমি গর্বিত। মাদাম তুসো কর্তৃপক্ষ আমার মোমের মূর্তি তৈরির সিদ্ধান্ত নিয়েছেন। আমার জীবনে একেবারে অন্য রকম অভিজ্ঞতা। এই বছরের শেষের দিকেই তৈরি হয়ে যাবে মূর্তিটি। আমার অনুরাগীদের প্রতিক্রিয়া দেখার জন্য অপেক্ষা করছি।’

মারলিন এন্টারটেনমেন্টস ইন্ডিয়া প্রাইভেট লিমিটেডের ডিরেক্টর অংশুল জৈন বলেন, ‘সানি লিওন বলিউডের সেনসেশনাল তারকাদের একজন। তার অনুরাগীর সংখ্যাও প্রচুর। সে কারণেই সানির মোমের মূর্তি তৈরির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আর মোমের মূর্তিটি হয়ে গেলে সানির সঙ্গে সেলফি তুলতে পারবেন ভক্তরা।’

উল্লেখ্য, সারা পৃথিবীতে মাদাম তুসোর ২৩টি মিউজিয়াম রয়েছে। দিল্লির মিউজিয়ামটি দর্শকদের পছন্দের তালিকার অন্যতম।

সূত্র : দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস

এসএ/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি