ঢাকা, শনিবার   ০৫ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

ভালোবাসার চাদরে রিয়াজ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:০৬, ১৯ জানুয়ারি ২০১৮

Ekushey Television Ltd.

বিরতি ভেঙে আবারও নাটকে অভিনয় করলেন অভিনেতা রিয়াজ। ‘ভালোবাসার চাদর’ নামের একটি খণ্ড নাটকে অভিনয় করেছেন তিনি।

জাকির হোসেন উজ্জ্বলের রচনায় নাটকটি পরিচালনা করেছেন আদিত্য জনি। গত ১৬ ও ১৭ই জানুয়ারি নাটকটির শুটিং হয়।

রিয়াজ বলেন, ‘আমার কাছে যেসব নাটকে অভিনয়ের প্রস্তাব আসতো সেগুলোর গল্প একঘেয়েমি মনে হতো। চরিত্রে বৈচিত্র্যতা পেতাম না। এতে করে কাজের মান হারিয়ে যাচ্ছিল। সেজন্য মানহীন নাটকগুলো থেকে দূরে ছিলাম। এরমধ্যে আবার দু-একটা ভালো কাজ আসলেও অন্য কাজের ব্যস্ততায় করা হয়ে ওঠেনি।’

তিনি আরও বলেন, ‘একজোড়া দম্পতির মিষ্টি প্রেমের গল্প ‘ভালোবাসার চাদর’ নাটকটি। কাজটি করে আমি ভীষণ তৃপ্তি পেয়েছি। গল্প ও চিত্রনাট্য আমার মন ছুঁয়ে গেছে। দর্শকরা যেসব গল্পের কাজ দেখতে পছন্দ করেন এটি তেমন একটি কাজ। এ ধরনের নাটক পেলেই আমি কাজ করবো।’

‘ভালোবাসার চাদর’ নাটকে রিয়াজের বিপরীতে অভিনয় করেছেন ভাবনা। এই জুটি এর আগে শুকনো ফুল ও সতেজ প্রেমের গল্প নামের নাটকে কাজ করেছিলেন। অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন হাসান ইমাম, অনুভব মাহাবুব প্রমুখ।

নির্মাতা সূত্রে জানা গেছে, শিগগির নাটকটি একটি বেসরকারি চ্যানেলে প্রচার হবে।

এসএ/

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি