ঢাকা, রবিবার   ২০ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

আবারও বউ সাজলেন কারিনা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:২৫, ১৯ জানুয়ারি ২০১৮ | আপডেট: ১৬:৪৭, ১৯ জানুয়ারি ২০১৮

Ekushey Television Ltd.

নতুন বউ সাজলেন কারিনা কাপুর খান। ডিজাইনার বিক্রম পণ্ডিতের লেহেঙ্গায় কনের সাজে সবাইকে মুগ্ধ করে দিলেন বেগম সাহেবা।

৭ বছর আগে কথা। নতুন বউ সেজে সাইফ আলী খানকে বিয়ে করেছিলেন বলিউডের এই অভিনেত্রী। বর্তমানে এই তারকা দম্পতির ঘরে তৈমুর নামে একটি পুত্র সন্তান রয়েছে। কিন্তু দীর্ঘ ৭ বছর পর আবারও হঠাৎ করে কেনো নতুন বউ সাজলেন কারিনা? ভক্তদের মাঝে এমন প্রশ্ন উঁকি দিচ্ছে। না, এবার বিয়ের জন্য নয়। একটি বিজ্ঞাপনের জন্য তিনি বউয়ের সাজে উপস্থিত হয়েছেন।

সম্প্রতি একটি ফ্যাশন শো-এর জন্য কাতারের দোহায় উড়ে যান কারিনা। সেই শো-এর এবার স্টপার হিসেবে দেখা যায় বেগমকে। আর সেখানেই ডিজাইনার বিক্রম পণ্ডিতের লেহেঙ্গায় ঝলসে ওঠেন বেগমজান।

কারিনার ভক্তদের মন্তব্য- স্ত্রীকে এমন ‘ড্রিমি ব্রাইডাল’ অবতারে দেখে সাইফ যদি তাঁকে নিয়ে আবারও বিয়ের পিঁড়িতে বসতে চান, তাহলে কি করবেন কারিনা!

এদিকে ছেলে তৈমুর আলি খানের জন্মদিনের পর সাইফের সঙ্গে সুইজারল্যান্ডে উড়ে যান কারিনা কাপুর খান। সেখান গিয়ে একাধিক ছবিও প্রকাশ করেছেন এই তারকা দম্পত্তি।

সূত্র : জি নিউজ

এসএ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি