ঢাকা, শনিবার   ০৫ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

জন্মদিনে দর্শকদের জন্য শুভর উপহার

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:১৬, ২০ জানুয়ারি ২০১৮ | আপডেট: ১২:১৯, ২০ জানুয়ারি ২০১৮

Ekushey Television Ltd.

চিত্রনায়ক আরেফিন শুভ’জন্মদিন ফেব্রুয়ারি। আর জন্মদিনে শুভ তার ভক্তদের দিবেন অনেক বড় উপর। এদিন মুক্তি পাবে শুভ অভিনিত নতুন সিনেমা ‘ভালো থেকো’

জমকালো মহরতের মধ্য দিয়ে ২০১৬ সালের ২০ সেপ্টেম্বর ‘ভালো থেকো’ সিনেমাটির শুটিং শুরু হয়েছিল। ঠিকঠাক মত শুটিং শেষ হলেও মুক্তির মিছিলে বেশ কয়েকবার আটকে যায় সিনেমাটি।

এরপর সেন্সর বোর্ড থেকে ছাড়পত্র পাওয়ার পর নিশ্চিত করা হয় চলতি বছরের ভালোবাসা দিবসকে সামনে রেখে আগামী ৯ ফেব্রুয়ারি এটি মুক্তি দেওয়া হবে। কিন্তু নতুন করে সেই তারিখ পরিবর্তন করা হয়েছে। মুক্তি এগিয়ে এসেছে আরও এক সপ্তাহ। আগামী ২ ফেব্রুয়ারি সিনেমার নায়ক আরেফিন শুভ’র জন্মদিনে মুক্তি পেতে যাচ্ছে ‘ভালো থেকো’ সিনেমাটি।

প্রেম ও মানবতার কথা নিয়ে নির্মিত মৌলিক গল্পের এ সিনেমাতে জয় ও নীলার চরিত্রে অভিনয় করেছেন আরেফিন শুভ ও তানহা তাসনিয়া। এ সিনেমাতে প্রথমবারের মত জুটি বেঁধে আসছেন তারা।

তাদের দুজনের একজনকে দেখা যাবে আর্কিটেক্টরূপে আরেকজন বিশ্ববিদ্যালয় পড়ুয়া শিক্ষার্থী হিসেবে।

এ বিষয়ে আরেফিন শুভ বলেন, ‘মানবিক গল্পে নির্মিত হয়েছে সিনেমাটি। সিনেমার গল্পটি আমাদের সবাইকে ভাবনার খোরাক দেবে।’

দি অভি কথাচিত্র পরিবেশিত ‘ভালো থেকো’ সিনেমাতে শুভ-তানহা ছাড়া আরও অভিনয় করেছেন কাজী হায়াৎ, আমজাদ হোসেন, অরুণা বিশ্বাস, রেবেকা, এম এ শহীদ, আসিফ ইমরোজ ও তানিন সুবহা প্রমুখ।

এসএ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি