ঢাকা, রবিবার   ২০ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

বলিউডে নয়া মুখ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:৫০, ২১ জানুয়ারি ২০১৮

Ekushey Television Ltd.

চলতি বছরের ২০ জুলাই বলিউডে অভিষেক হচ্ছে দুজন নবাগতর। তাও আবার করণ জোহরের হাত ধরে। সম্প্রতি করণ জোহর নিজেই খবরটি নিশ্চিত করেছেন।

তিনি জানান, ২০১৮ সালে বলিউডে অভিষেক হচ্ছে শ্রীদেবী এবং বনি কাপুরের কন্যা জাহ্নবী কাপুর এবং শাহিদ কাপুরের ভাই ঈশান খট্টরের। সিনেমার নাম ধড়ক। পরিচালক শশাঙ্ক খৈতান। যদিও সিনেমাটি ৬ জুলাই মুক্তি পাওয়ার কথা ছিল। কিন্তু কিছু সমস্যার কারণে এর মুক্তির দিন পিছিয়ে দিয়েছে প্রযোজনা সংস্থা।

টুইটারে করণ জোহার লিখেছেন, ধড়ক মুক্তি পেতে আর মাত্র ছ’মাস বাকি। চলতি বছরের ২০ জুলাই মুক্তি পাবে ধড়ক।

সেই সঙ্গে সিনেমাটির নতুন পোস্টারও আপলোড করা হয়। পোস্টার আপলোড হতেই মুহূর্তের মধ্যে ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।

সূত্র : কলকাতা টুইন্টিফোর

এসএ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি