ঢাকা, সোমবার   ০২ ডিসেম্বর ২০২৪

যৌন হেনস্থায় অভিযুক্ত মাইকেল ডগলাস

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:৩২, ২১ জানুয়ারি ২০১৮ | আপডেট: ১৩:৫১, ২১ জানুয়ারি ২০১৮

নারীদের উপরে যৌন হেনস্থার প্রশ্নে একজোট হয়েছে হলিউড। আর এ জন্য বিতাড়িত হয়েছেন নামীদামি পরিচালক, প্রযোজক ও অভিনেতা। সম্প্রতি গোল্ডেন গ্লোব পুরস্কার বিতরণী অনুষ্ঠানেও এর ছায়া পড়েছে। দেখা গেছে প্রতিবাদ। এর সমর্থক হিসেবে দেখা গেছে হলিউডের বাঘা বাঘা শিল্পীকে।
এবার নতুন করে আবারও এক বিখ্যাত অভিনেতার বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ উঠেছে। সেই অভিযোগের তির মাইকেল ডগলাসের দিকে। ‘ফ্যাটাল অ্যাট্রাকশন’, ‘বেসিক ইন্সটিঙ্কট’, ‘ওয়াল স্ট্রিট’-এর মতো সিনেমার নায়ক, মাইকেল ডগলাস।
অভিযোগ করেছেন লেখিকা সুজান ব্রডি। আশির দশকে মাইকেল ডগলাসের সিনেমার স্ক্রিপ্টরাইটার হিসেবে কাজ করেছেন তিনি।
সম্প্রতি একটি অনুষ্ঠানে প্রকাশ্যে এসে এমন অভিযোগ করেছেন তিনি।
১৯৮৯ সালের একটি ঘটনার বিবরণ দিতে গিয়ে সুজান বলেন, ‘এক বার ওর অ্যাপার্টমেন্টে স্ক্রিপ্ট নিয়ে বৈঠক করতে গিয়েছিলাম। হঠাৎ দেখলাম, মাটিতে শুয়ে নিজের প্যান্টের বেল্ট খুলছে সে। তার পর প্যান্টের ভিতর হাত ঢুকিয়ে ফেলল। আমি বুঝতে পারছিলাম ও কী করতে চাইছে। আমি খুব ভয় পেয়ে গিয়েছিলাম।’
সুজানের দাবি, ‘ও (মাইকেল ডগলাস) নিজেকে পুরো দুনিয়ার রাজা মনে করত, এবং ভাবত কোনও অনুতাপ ছাড়াই আমাকে যখন খুশি হেনস্থা করতে পারবে।’
সুজান আরও অভিযোগ করে জানান, তাঁর পোশাক নিয়েও মন্তব্য করতেন ডগলাস। তাঁর দাবি, ‘আমি লম্বা এবং ঢোলা পোশাক পরতাম। ও (মাইকেল ডগলাস) এক জন প্রযোজককে বলেছিল, সুজান প্রেগন্যান্ট মহিলাদের মতো জামাকাপড় পরে কেন?’
সুজানের এমন মন্তব্যকে অবশ্য একেবারেই ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন ৭৩ বছর বয়সী অভিযুক্ত অভিনেতা।
তিনি বলেছেন, ‘এটি দুর্ভাগ্যজনক এবং একেবারেই মিথ্যে।’ তাঁর পাশে দাঁড়িয়েছেন স্ত্রী অভিনেত্রী ক্যাথরিন জিটা জোন্সও।
সূত্র : স্লেট ডট কম
এসএ/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি