বহুরূপী মৌসুমী হামিদ
প্রকাশিত : ১৪:১৮, ২২ জানুয়ারি ২০১৮
চা-পান-বিড়ি বিক্রয় করেন মৌসুমী হামিদ। দিনের বেলায় তিনি একজন খুচরা বিক্রেতা। রাতে আবার পতিতাবৃত্তি করেন। এদিকে একইসঙ্গে তিনি একজন পেশাদার খুনি। ‘ভেলকি’ শিরোনামের একটি নাটকে এমন তিনটি রূপে দেখা যাবে এই অভিনেত্রীকে। নাটকটি পরিচালনা করেছেন শরিফুল ইসলাম শামিম।
সম্প্রতি নাটকটির শুটিং শেষ করেছেন মৌসুমী হামিদ।
তিনি বলেন, ‘এক নাটকে তিনটি চরিত্রে কাজ করা অনেক মজার একটি বিষয়। তবে এটি আবার চ্যালেঞ্জিংও মনে করি। কারণ তিনটি চরিত্র তিন রকম। অভিনয়ের সময় আমাকে তিন রকমভাবে মেকআপ নিতে হয়েছে। আমি যেমন চরিত্রে কাজ করতে স্বাচ্ছন্দ্যবোধ করি এই নাটকের চরিত্রগুলো ঠিক তেমনি। দর্শকদের নাটকটি ভালো লাগবে।’
অপরদিকে মৌসুমী হামিদ সম্প্রতি ‘এক রাতের গল্প’ শিরোনামের একটি একক নাটকের কাজ শেষ করেছেন। এছাড়া ধারাবাহিকের কাজ নিয়েও ব্যস্ত সময় পার করছেন এই অভিনেত্রী। ‘অলি’, ‘লাইফ ইন এ মেট্রো’ শীর্ষক দুটি ধারাবাহিকে দেখা যাচ্ছে তাকে।
এছাড়া হাতে রয়েছে সুমন আনোয়ারের ‘সুখী মীরগঞ্জ’ ও ‘ইডিয়েট’ শীর্ষক আরও দুটি ধারাবাহিক।
এসএ/