ঢাকা, শনিবার   ০৫ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

শপথ নিলেন নিরব

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:৪৪, ২২ জানুয়ারি ২০১৮ | আপডেট: ১৫:৩১, ২২ জানুয়ারি ২০১৮

Ekushey Television Ltd.

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির কার্যনির্বাহী পরিষদের সদস্য পদে শপথ নিয়েছেন চিত্রনায়ক নিরব। রোববার শিল্পী সমিতির নতুন কার্য নির্বাহী সদস্য হিসেবে নিরবকে আনুষ্ঠানিকভাবে শপথ বাক্য পাঠ করান সংগঠনের সভাপতি মিশা সওদাগর।

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয় গত বছরের মাঝামাঝি সময়ে। এ নির্বাচনে সভাপতি পদে বিজয়ী হন মিশা সওদাগর, সাধারণ সম্পাদক জায়েদ খান।

পরবর্তীতে এর সংশোধিত ফলাফলে কার্যনির্বাহী পরিষদের সদস্য পদে বিজয়ী হন নানা শাহ। কিন্তু বিজয়ী হলেও চলচ্চিত্র সংশ্লিষ্ট সংগঠনগুলোর মধ্যকার বিরোধের কারণে নানা শাহ সদস্যপদ ত্যাগ করেন। তার পরিবর্তে এবার চিত্রনায়ক নিরবকে এই পদে স্থলাভিষিক্ত করা হয়েছে।

শপথ বাক্য পাঠ করানোর সময় আরও উপস্থিত ছিলেন- সহ-সভাপতি রিয়াজ, সাধারণ সম্পাদক জায়েদ খান, কার্যনির্বাহী সদস্য সাইমন, অভিনেতা ফারুক, আলমগীর, ইলিয়াস কাঞ্চন, সোহেল রানা, ফেরদৌস।

নতুন দায়িত্ব নিয়ে নিরব বলেন, ‘শপথ বাক্য পাঠ করার মাধ্যমে শিল্পী সমিতির সদস্য হিসেবে যুক্ত হয়েছি। নিজের উপর আলাদা একটা দায়িত্ববোধ তৈরি হল। চেষ্টা করবো নিজের দায়িত্বটা সঠিকভাবে পালন করতে।’

এসএ/

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি