ঢাকা, শনিবার   ০৫ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

ছেলের জন্য মন কাঁদছে শাকিবের

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:০২, ২৩ জানুয়ারি ২০১৮

Ekushey Television Ltd.

ছেলে আব্রাম খান জয়ের জন্যই দেশে ফিরেছেন ঢালিউড সুপারস্টার শাকিব খান। এমনটাই জানিয়েছেন তিনি। ‘অনেকদিন দেশের বাইরে থাকায় জয়ের জন্য মনটা কাঁদছিল। ওকে দেখতেই দেশে এসেছি’-বলেন শাকিব। এটা নিয়ে জল ঘোলা না করার আহবান জানান তিনি।
বিভিন্ন দেশে শুটিং শেষে প্রায় দেড় মাস পর রোববার সন্ধ্যার ফ্লাইটে ঢাকায় ফিরেছেন শাকিব। দেশে ফিরেই সম্প্রতি কয়েকটি গণমাধ্যমে প্রকাশিত হওয়া খবরে চটেছেন।
`বিশেষ মহলের চাপে দেশে ফিরেছেন শাকিব` এমন  খবরেও চটেছেন ঢালিউড সুপারস্টার। সোমবার তিনি বলেছেন, আমার দেশে আমি ফিরেছি। কিন্তু আমি ফেরার আগেই কেন এসব ভুয়া খবর রটানো হয়েছে সেটা বোধগম্য নয়। আমি জানতে চাই, সেই বিশেষ মহল কে বা কারা? কিসের চাপে আমি দেশে ফিরব? আমি এদেশের নাগরিক। আমার দেশে ফিরতে কি কারও অনুমতি লাগবে? নাকি আমি কোথাও পালিয়ে গেছি যে, কারও চাপে আমাকে দেশে ফিরতে হবে?
তিনি বলেন, শাকিব আরও বলেন, `যেসব অনলাইন এসব লিখছে তাদের বলবো- সেই বিশেষ মহলের নামটাও প্রকাশ করুন। আমি দেখতে চাই, সেই  মহলটি কে? যাচ্ছে তাই লিখে শুধু মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে।
/ এআর /


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি