নায়করাজের সমাধিতে শিল্পী সমিতির শ্রদ্ধা
প্রকাশিত : ১৪:২৯, ২৩ জানুয়ারি ২০১৮
কিংবদন্তি অভিনেতা নায়করাজ রাজ্জাকের আজ জন্মদিন। এই উপলক্ষে চলচ্চিত্র পরিচালক সমিতি ও শিল্পী সমিতি নানা কর্মসূচির অয়োজন করেছে। সকালে বনানী কবরস্থানে নায়করাজের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন বাংলাদেশ শিল্পী সমিতি।
এ সময় সেখানে ফুল দিয়ে শ্রদ্ধা জানান সমিতির সভাপতি মিশা সওদাগর, সহসভাপতি চিত্রনায়ক রিয়াজ ও সাধারণ সম্পাদক জায়েদ খান।
এ সময় রিয়াজ বলেন, ‘নায়করাজ রাজ্জাক চলচ্চিত্রের একজন কিংবদন্তি মহান ব্যক্তি। তার আদর্শ, জীবনবোধ আমাদের সব শিল্পীদেরই অনুসরণ করা উচিত। তার সঙ্গ সবসময়ই আমাকে অনুপ্রাণিত করেছে। তার সঙ্গে কাজ করার অনেক মধুর স্মৃতি রয়েছে আমার। এগুলো হৃদয়ে চিরদিন উজ্জ্বল হয়ে থাকবে। তার বিদেহি আত্মার মাহফেরাত কামনা করি।’
সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খান বলেন, ‘শিল্পী সমিতির গোড়াপত্তন করেন নায়করাজ রাজ্জাক।তিনিই ছিলেন প্রথম সভাপতি। তার নেতৃত্ব ইন্ডাস্ট্রিকে আলোর পথ দেখিয়েছে। আমরা তার স্মরণে আজ নানা রকম আয়োজন হাতে নিয়েছি। তার নামে এফডিসিতে একটি শ্যুটিং ফ্লোরের নাম করণেরও আমরা চেষ্টা করছি।’
এসি/ এআর