ঢাকা, শনিবার   ২৩ নভেম্বর ২০২৪

সিনেমা কখনো বন্ধ হবে না: জিৎ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২৩:২১, ২৪ জানুয়ারি ২০১৮

ওপার বাংলার জনপ্রিয় অভিনেতা জিৎ বলেছেন, অনেকেই বলে থাকেন সিনেমা হল বন্ধ হয়ে যাচ্ছে তাই সিনেমা আর থাকবে না। আমি বলি সিনেমা কখনো বন্ধ হবে না। হল বন্ধ হয়ে গেলেও সিনেমা দেখার বিকল্প পন্থা তৈরি হয়ে যাবে। তাই এটা নিয়ে চিন্তিত হওয়ার কিছু নেই।

কলকতার জিৎ ও বাংলাদেশের নুসরাত ফারিয়া অভিনীত চলচ্চিত্র ‘ইন্সপেক্টর নটি কে’ মুক্তি উপলক্ষে বুধবার ২৪ জানুয়ারি ঢাকা ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।     

জিৎ আরও বলেন, আমি বাংলাদেশে এসে খুবই এক্সাইটেড। আমি সকাল বেলা ঘুম থেকে ওঠার জন্য এলার্ম দিয়ে রাখি। কিন্তু এদেশে আসার আগে এলার্ম বাজতে হয়নি। আগেই উঠে গেছি। বাংলাদেশকে খুব ভালো লাগে। এখানে কাজ করতে ভালো লাগে।

সামনে আরো চলচ্চিত্র আসবে উল্লেখ করে জিৎ বলেন, আগামী দিনেও আজিজ সাহেব কোনো সিনেমা বানাতে চাইলে সহযোগিতা থাকবে। আমি মনে করি আরো বেশি বেশি চলচ্চিত্র তৈরি হওয়া উচিৎ। ভালো ছবি নির্মাণ হওয়া দরকার।   

ছবির গল্প সম্পর্কে বলতে গিয়ে জিৎ বলেন, এই ছবিতে আমার চরিত্রটি হলো খুবই মজার। হবো হবো ইন্সপেক্টর এ টাইপের। আমার একমাত্র স্বপ্ন ইন্সপেক্টর হওয়া। এক সময় সে স্বপ্ন পূরণ হয়। আর এ ছবিতে নুসরাত ফারিয়া খুবই ভালো অভিনয় করেছে। আপনারা দেখে খুব মজা পাবেন। ভিন্ন লোকেশনে ছোট ছোট মজার ঘটনার মধ্য দিয়ে ছবির গল্প এগিয়ে যায়। আমি চাইব আপনারা হলে গিয়ে ছবিটি দেখবেন।  

‘ইন্সপেক্টর নটি কে’ চলচ্চিত্রটি ২৬ জানুয়ারি সেন্সর ছাড় পত্র পেলে আগামী শুক্রবার মুক্তি দেওয়ার কথা রয়েছে। সিনেমাটি পরিচালনা করেন অশোক পাতি। চলচ্চিত্রটি বাংলাদেশে আমদানি করছেন জাজ মাল্টিমিডিয়া।

এসি/ টিকে


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি