ঢাকা, শনিবার   ০৫ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

বলিউডের এক খানকে বিয়ে করতে চান পপি!

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:৩৪, ২৫ জানুয়ারি ২০১৮ | আপডেট: ১১:৫৬, ২৫ জানুয়ারি ২০১৮

Ekushey Television Ltd.

দেশের জনপ্রিয় মডেল ও অভিনেত্রী সাদিকা পারভিন পপি। ১৯৯৭ সালে মনতাজুর রহমান আকবর পরিচালিত ‘কুলি’ সিনেমাতে অভিনয়ের মধ্য দিয়ে চলচ্চিত্রে অভিষেক হয় তাঁর। এ পর্যন্ত অসংখ্য চলচ্চিত্রে অভিনয় করে সুনাম অর্জন করেছেন তিনি। ‘মেঘের কোলে রোদ’, ‘কি যাদু করিলা’ ও ‘গঙ্গাযাত্রা’ সিনেমাতে অভিনয় করে পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার।

সময়ের সঙ্গে সঙ্গে বয়স বৃদ্ধি পেলেও এখনও একাই রয়েছেন এই নায়িকা। সম্প্রতি জানালেন তার মনে খবর। একুশে টিভির একটি অনুষ্ঠানে তিনি মনের কথা প্রকাশ করলেন। শাহরিয়ার নাজিম জয়ের উপস্থাপনায় ওই অনুষ্ঠানে র‌্যাপিড প্রশ্নোত্তর পর্বে পপি বলেন, ‘সালমান খানকে বিয়ে করতে চাই, তবে শাহরুখ খানকেও ভালো লাগে।’

কতগুলো প্রেম করছেন- এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘মিডিয়ায় কাজ করার কারণে অনেক ব্যস্ত সময় পার করতে হয়েছে। প্রেম করার সুযোগ হয়নি। প্রেম করাটা অনেক কঠিন কাজ। একটা মানুষ বহু মানুষের সঙ্গে প্রেম করতে পারে না। তবে পর্দায় অনেক প্রেম করেছি।’

নিজের বিয়ে প্রসঙ্গে পপি আরও বলেন, ‘বিয়ে নিয়ে তেমন কোন পরিকল্পনা নেই। ব্যক্তিগত জীবন নিয়ে আমি অনেক হ্যাপি। কোটিপতি একজন স্বামীকে নিয়ে আমার আলাদাভাবে খুশি হতে হবে এমনটা আমি ভাবি না। কোটিপতি স্বামী ছাড়া আমি অনেক হ্যাপি।’

এসএ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি