ঢাকা, শনিবার   ০৫ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

সংসার ত্যাগ করে ক্যারিয়ারের পেছনে শাকিব

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:৩৬, ২৫ জানুয়ারি ২০১৮ | আপডেট: ১৯:১৪, ২৫ জানুয়ারি ২০১৮

Ekushey Television Ltd.

শাকিব খান ও অপু বিশ্বাস। ঢালিউডের সব চেয়ে আলোচিত তারকা দম্পত্তি। দুজনের তারকা খ্যাতি নিয়ে নতুন করে কোন বিশেষণ নেই। এক সময়ের সেরা জুটি এখন বিচ্ছেদের যন্ত্রণায় কাতর। যে অপুর জন্য এক সময় উন্মাদ ছিলেন শাকিব খান সেই অপুকেই এখন আর তিনি সহ্য করতে পারছেন না। তাই তো তালাকের নোটিশ দিয়ে বিচ্ছেদ চাইছেন শাকিব। যদিও এটি প্রক্রিয়াগত বিষয়। কিন্তু যতদিন অপুর সঙ্গে পুরোপুরি বিচ্ছেদ না হয় ততদিন অপুর সব খরচ বহন করতে হবে স্বামী শাকিবকে। শাকিব অবশ্য সন্তান ও অপুর সব খরচ এতো দিন বহণ করে আসছেন। এমনকি অপুর বাসা ভাড়াও দিতেন শাকিব।

যেহেতু তালাক এখনো কার্যকর হয়নি তাই অপুর দাবি কেনো শাকিব সব কিছু বন্ধ করে দিচ্ছেন।

অপু গণমাধ্যমকে জানিয়েছেন- শাকিব তাদের একমাত্র সন্তান জয়ের খরচ দেয়া বন্ধ করে দিয়েছেন।

অপু বলেছেন, ‘ডিসেম্বরে তালাকের নোটশি পাঠানোর আগ পর্যন্ত শাকিব খান এক লাখ টাকা করে টাকা দিতেন। কিন্তু এরপর থেকে আর দিচ্ছে না। তার কাছে হয়তো মনে হয়েছে, লেটার পাঠানোর পর আর টাকা দেওয়া লাগে না। তাই হয়তো দিচ্ছে না।’

তালাকনামা পাঠানোর পর শাকিব তার সন্তান জয়ের সঙ্গেও দেখা করেননি বলে দাবি করেছেন অপু।

তিনি বলেন, ‘আমাকে ডিভোর্স লেটার পাঠানোর তিনদিন আগে শাকিবের সঙ্গে জয়ের শেষ দেখা হয়েছিল। শাকিবের বাসায় জয় তিনদিন ছিল। আমিই রেখেছিলাম। শাকিবের কাছে রেখে আমি গ্রামের বাড়ি গিয়েছিলাম।’

অপু বিশ্বাস বলেন, ‘শাকিব বলেছে, বাচ্চার জন্য বিদেশ থেকে ড্রেস নিয়ে এসেছে। কিন্তু বাচ্চা খাবে কী, সেটা কিন্তু সে দেখছে না। আমার বাসার ভাড়াটা সেই দেয়। এবারে তাও দিয়ে যায়নি। ওর এসবে কোনো টান নেই, সংসার নিয়ে হয়তো ভাবনাও নেই। ওর ক্যারিয়ার দরকার। ক্যারিয়ারের জন্য ও প্রেম, ভালোবাসা, সংসার, পরিবার সবই জলে ভাসিয়েছে।’

এসএ/

 

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি