ঢাকা, সোমবার   ০২ ডিসেম্বর ২০২৪

মুকুটে আগুন

সুন্দরী প্রতিযোগিতার মঞ্চে আতঙ্ক (ভিডিও)

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:৫২, ২৫ জানুয়ারি ২০১৮ | আপডেট: ১৩:৫৩, ২৫ জানুয়ারি ২০১৮

মধ্য আমেরিকার দেশ এল সালভেদরে আয়োজন করা হয়েছিল ‘কুইন অব হার্ভেস্ট` শিরোনামে সুন্দরী প্রতিযোগিতা। নিয়ম অনুযায়ী মঞ্চে একের পর এক সুন্দরী আসা-যাওয়া করছিলেন। এরইমধ্যে বিশাল আকৃতির এক মুকুট মাথায় দিয়ে আসেন এক সুন্দরী প্রতিযোগি। মঞ্চসজ্জার অংশ হিসেবে আগে থেকেই হাতে আগুনের মশাল নিয়ে দাঁড়িয়েছিলেন কয়েকজন পুরুষ মডেল। প্রথমে মঞ্চে স্বাভাবিকভাবেই প্রবেশ করেন ওই সুন্দরী। ধীরে ধীরে হেঁটে এগিয়ে আসেন। কিন্তু সেখানেই ঘটে বিপত্তি।

সুন্দরী প্রতিযোগীতার ওই মঞ্চে সুন্দরীর মাথার মুকুটে লেগে যায় আগুন। একটি মশাল থেকে হঠাৎ আগুন লাগে ওই প্রতিযোগির মুকুটে। পাখির পালকের মতো হালকা বস্তুর সাহায্যে তৈরি মুকুটে মুহুর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে।

মুকুটে আগুন ছড়িয়ে গেলেও প্রথমে বুঝতে পারেননি ওই প্রতিযোগী। কিন্তু মঞ্চে উপস্থিত অন্য সবাই দৌড়ে এগিয়ে আসেন। দ্রুত নিভিয়ে ফেলার চেষ্টা করেন আগুন। পরে অবশ্য সবাই মিলে আগুন নিভিয়ে ফেলেন। কিন্তু হঠাৎ এই দুর্ঘটনায় প্রতিযোগিতা প্রায় বন্ধ হওয়ার উপক্রম হয়।

অনুষ্ঠানটির সেই ভিডিও বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় প্রকাশ পেয়েছে। আর প্রকাশের সঙ্গে সঙ্গে তা ভাইরাল হয়ে যায়।

সূত্র : ডেইলি মেইল

কুইন অব হার্ভেস্ট সুন্দরী প্রতিযোগিতার সেই ভিডিও :

এসএ/

 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি