ঢাকা, শনিবার   ০৫ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

আমাদের সমস্যায় সন্তানকে জড়াতে চাই না: অপু

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:৪০, ২৫ জানুয়ারি ২০১৮ | আপডেট: ১৯:১৮, ২৫ জানুয়ারি ২০১৮

চিত্রনায়িকা অপু বিশ্বাস                                                                                  -ছবি তুলেছেন অরণ্য জিয়া

চিত্রনায়িকা অপু বিশ্বাস -ছবি তুলেছেন অরণ্য জিয়া

Ekushey Television Ltd.

চিত্রনায়ক শাকিব খান সম্প্রতি শ্যুটিং শেষ করে দেশে ফিরে গণমাধ্যমকে বলেছেন সন্তানকে দেখতে চেয়েছিলাম, কিন্তু তাকে দেখতে পাইনি। আমাকে দেখতে দেওয়া হয়নি।

এর জবাবে ইটিভি অনলাইনকে অপু বিশ্বাস বলেন, শাকিব দেশে এসেছে এটা আমি জানিই না। আমি চাইনা আমার আর শাকিবের সমস্যায় সন্তানকে জড়াতে। সে-তো অবুঝ। কিছুই বুঝে না। কেন তাকে এর মধ্যে জড়াবো? আর এসবে জড়িয়ে আমি সন্তানের ভবিষ্যৎ নষ্ট করতে চাই না।    

অপু বিশ্বাস বলেন, আমার সব কিছু এখন জয়কে ঘিরে। সেই আমার পৃথিবী। শাকিব অনেক সময় বাচ্চার ছবি পাঠাতে বললে আমি পাঠাই। সে দেখে আবার অন্য এঙ্গেলে দিতে বললে সেটাও দিই। সুতরাং তাকে দেখতে দেইনি বিষয়টা সঠিক নয়।

অপু বলেন, আমি সবচেয়ে বেশি গুরুত্ব দেই আমার বাচ্চাকে। এরপর আমার ক্যারিয়ার। অনেক সময় আমি হয়ত কিছু বলে ফেলি যেটা ঠিক নয় আবার শাকিবও বলে ফেলে অনেক কিছু। পরবর্তীতে এসব নিয়ে নানা ধরণের সমস্যা তৈরি হয়। সুতরাং এ বিষয়ে আমি কথা বলতে চাই না। আমি এখন বাচ্চার ভবিষ্যৎ নিয়েই ভাবতে চাই। সে একটু একটু অক্ষর বলতে পারে। কথা বলা শিখছে। আমার ভাবনার জগতে আমার সন্তান।

এসি/ এআর


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি