ঢাকা, রবিবার   ০৬ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

অপু-তাহসানের পথ চলা শুরু

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২১:৩৬, ২৫ জানুয়ারি ২০১৮ | আপডেট: ২৩:১২, ২৫ জানুয়ারি ২০১৮

Ekushey Television Ltd.

চিত্রনায়িকা অপু বিশ্বাস ও তাহসান দুজনই মিডিয়া অঙ্গনের জনপ্রিয় ব্যক্তিত্ব। তবে তাদের কাজের ক্ষেত্র আলাদা। এবার তারা এক সঙ্গে পথ চলা শুরু করেছেন বিনোদন ভিত্তিক এ্যান্ড্রয়েড অ্যাপস লিঙ্কআস এর শুভেচ্ছাদূত হিসেবে।

রাজধানীর একটি রেস্টুরেন্টে বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) দুপুর সাড়ে ১২ টায় এক সংবাদ সম্মেলনের মাধ্যমে বিষয়টি জানানো হয়। সেখানে উপস্থিত ছিলেন লিঙ্কআস অ্যাপসের চেয়ারম্যান ইয়ে লিয়াং। আরো উপস্থিত ছিলেন ওয়ারফেজ ব্যান্ডের টিপু। 

অনুষ্ঠানে লিঙ্কআস অ্যাপস কর্তৃপক্ষ জানায়, এই অ্যাপসের মাধ্যমে  গান, নাটক, সিনেমা, মিউজিক ভিডিও, খেলাধুলা, দেশ-বিদেশের  খবর সবকিছুই পাওয়া যাবে। অভিনেতা-অভিনেত্রী, ক্রিড়াবিদসহ প্রিয় মানুষদের সঙ্গে অংশ নেওয়া যাবে লইভ আড্ডায়। এছাড়া সর্বশেষ খবর লাইভ ট্রাফিক আপডেটও পাওয়া যাবে এই অ্যাপসটিতে। অ্যাপ্লিকেশনটি হলো www.linkuslive.com

অপু বিশ্বাস বলেন, তাহসান ভাই এর সঙ্গে এই প্রথম এক সঙ্গে কাজ শুরু করেছি। চীনা লিঙ্কআস অ্যাপস বাংলাদেশে যাত্রা শুরু করলো। আমরা এক সঙ্গে বিভিন্ন বিজ্ঞাপন ও ক্যাম্পেইনে অংশ নেব। এই অ্যাপসের মাধ্যমে দর্শকরা সেলেব্রিটিদের যাবতীয় আপডেট পাবেন।   

আগামী এক বছরের জন্য শুভেচ্ছাদূত হয়েছেন তাহসান ও অপু বিশ্বাস। তাদের সঙ্গে থাকছেন ওয়ারফেস এর ভোকাল টিপু।

 

এসি/টিকে


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি