ঢাকা, রবিবার   ০৬ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

নতুন সিনেমার খবর দিলেন শুভ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:৩০, ২৬ জানুয়ারি ২০১৮

Ekushey Television Ltd.

ঢাকা অ্যাটাক’ খ্যাত নায়ক আরিফিন শুভ। ঢালিউডের একজন সম্ভাবনাময়ি হিরো। ইতিমধ্যে অভিনয় কৌশল দিয়ে তিনি নিজেকে দারুণ ভাবে উপস্থাপন করেছেন। শুধু ঢাকাই সিনেমাতে নয়, কলকাতা থেকেও প্রতিনিয়ত ডাক পাচ্ছেন এই চিত্রনায়ক।

সম্প্রতি ভারতের জনপ্রিয় পরিচালক অরিন্দম শীল ঢাকায় এসে আরিফিন শুভকে নিয়ে নতুন সিনেমার ঘোষণা দেন। বাংলাদেশ-ভারত যৌথ প্রযোজনায় নির্মাণ হবে সিনেমাটি। নাম ‘বালিঘর’। এখানে শুভর বিপরীতে নুসরাত ইমরোজ তিশা অভিনয় করবেন। এরই মধ্যে নতুন আরেকটি সিনেমার খবর দিলেন শুভ।

এ বিষয়ে আরিফিন শুভ বলেন, ‘কলকাতার আরও একটি নতুন সিনেমাতে কাজ করতে যাচ্ছি। সিনেমার নাম ‘আহারে’। রঞ্জন ঘোষের পরিচালনায় এ সিনেমাতে আমার বিপরীতে অভিনয় করবেন কলকাতার জনপ্রিয় অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত। আরও থাকবেন কলকাতার অভিনেতা পরাণ বন্দোপাধ্যায়। আজ থেকে ৩১ জানুয়ারি পর্যন্ত এ সিনেমার জন্য লুক সেটআপ এবং ওয়ার্কশপ করতে হবে। এরপর ১২ ফেব্রুয়ারি থেকে শুটিং শুরু হবে।’

উল্লেখ্য, ‘আহারে’ সিনেমার পুরো গল্প রান্না নিয়ে। ঢাকার একজন স্বনামধন্য শেফ আর কলকাতার একজন রন্ধনশিল্পীর পরিচয়, রান্না বিনিময়, এর মধ্য থেকে ভালো লাগা তৈরি।

এসএ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি