ঢাকা, রবিবার   ২০ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

বনশালির মাকে নিয়ে সিনেমা তৈরির হুমকি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:২১, ২৬ জানুয়ারি ২০১৮

Ekushey Television Ltd.

‘পদ্মাবত’ নিয়ে বিতর্কের শেষ নেই। একের পর এক বিতর্ক এবং জল্পনার পর বৃহস্পতিবার মুক্তি পেয়েছে সিনেমাটি। কিন্তু, দীপিকা পাডুকন, রণবীর সিং এবং শাহিদ কাপুর অভিনীত সিনেমা মুক্তি পাওয়ার পর শুরু হয় বিক্ষোভ। জয়পুর, রাজস্থান, মুজফ্ফরপুর সহ একাধিক জায়গায় বিক্ষোভের জেরে কোথাও গাড়ি জ্বালিয়ে দেয় কারনি সেনা আবার কোথাও তলোয়ার নিয়ে দাপাদাপি শুরু করে। এবার কারনি সেনা নতুন হুমকি দিয়েছে।

তারা জানিয়েছে, সঞ্জয় লীলা বনশালীর মা-কে নিয়ে এবার সিনেমা তৈরি করবে কারনি সেনা। রাজস্থানের চিত্তরগড়ে এ বিষয়ে ইতিমধ্যেই একটি সাংবাদিক সম্মেলন করে কারনি সেনা।

সংগঠনের জেলা সভাপতি গোবিন্দ সিং জানিয়েছেন, ‘আমাদের মা-কে অপমান করেছেন সঞ্জয় লীলা বনশালি। কিন্তু, মা-কে কীভাবে সম্মান দেখাতে হয়, তা এবার ওনাকে দেখানো হবে।’

সিনেমাটি পরিচালনা করবেন অরবিন্দ ব্যাস। সিনেমাটি তৈরি করতে ৪-৫ কোটি খরচ হবে বলেও জানানো হয়েছে। শিগগিরই সিনেমাটির ‘মহরত’ হবে বলেও জনিয়েছে রাজপুত কারনি সেনা। সিনেমার নাম হবে ‘লীলা কি লীলা’।

এদিকে ‘পদ্মাবত’ মুক্তি পাওয়ার পর সঞ্জয় লীলা বনশালির ফোন নম্বর ছড়িয়ে দেওয়া হয় রাজপুতদের মধ্যে। পদ্মাবত তৈরি করার যোগ্য জবাব এবার ‘দেশভক্তরা’ সঞ্জয় লীলা বনশালিকে দেবেন বলেও মন্তব্য করা হয়।

সূত্র : জি নিউজ

এসএ/

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি