ঢাকা, রবিবার   ০৬ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

নতুন সিনেমায় সিয়াম-পূজা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:৪৯, ২৬ জানুয়ারি ২০১৮

Ekushey Television Ltd.

আসছে বৈশাখে মুক্তি পাবে সিয়াম ও পূজার ‘পোড়ামন ২’। নতুন এ সিনেমাটি দিয়ে দর্শকদের সামনে হাজির হচ্ছেন এই জুটি। গত বছরের শেষের দিকে সিনেমাটির শুটিং শুরু হয়। পূজা এর আগে একটি সিনেমায় অভিনয় করলেও ছোট পর্দার তারকা সিয়াম ‘পোড়ামন ২’ দিয়ে প্রথমবারের মত বড় পর্দায় উপস্থিত হচ্ছেন। তাই দর্শক ও ভক্তদের আকাঙ্ক্ষা একটু বেশি। যদিও ‘পোড়ামন ২’ শুটিংয়ে যাওয়ার আগে থেকেই আলোচনায় উঠে আসে। এরপর সিনেমাটির শুটিং শেষ হওয়ার আগেই উন্মোচিত হয়েছে প্রথম ও দ্বিতীয় পোস্টার। যা প্রকাশের সঙ্গে সঙ্গেই ভাইরাল হয়ে যায়।

নতুন খবর হচ্ছে, ‘পোড়ামন ২’ এর রেশ কাটতে না কাটতেই আরও একটি নতুন সিনেমার খবর দিচ্ছেন তারা। একই প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়া আবারও এই জুটিকে নিয়ে সিনেমা নির্মাণ করতে যাচ্ছে। এ জন্য চু্ক্তিবদ্ধও হয়েছেন সিয়াম-পূজা। যদিও সিনেমার নাম এখনও চূড়ান্ত হয়নি। তবে এই সিনেমাটিও পরিচালনা করবেন রায়হান রাফি।

এ বিষয়ে রাফি বলেন, ‘একই প্রযোজনা প্রতিষ্ঠান ও তরুণ মেধাবী শিল্পীদের সঙ্গে আবারও কাজের সুযোগ পেয়েছি। যা আমার জন্য অনেক বড় পাওয়া। খুব শিগগিরই আয়োজন করে এ সম্পর্কে বিস্তারিত জানানো হবে।’

আগামী মার্চের শুরুর দিকেই নতুন এ সিনেমার শুটিং শুরু হতে পারে বলে জানান পরিচালক।

বিষয়টি নিয়ে সিয়াম বলেন, ‘আমার সর্বোচ্চ চেষ্টা দিয়ে ‘পোড়ামন ২’ সিনেমাতে কাজ করছি। আমি আমার কাজে প্রযোজক-পরিচালকের আস্থা অর্জন করতে পেরেছি। এটাই আমার জন্য অনেক বড় পাওয়া।’

প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়ার চেয়ারম্যান আবদুল আজিজ বলেন, ‘এ টিমের কাজ আমার প্রত্যাশাটা আরও অনেক বাড়িয়ে দিয়েছে। আর তাই একই দল নিয়ে আরেকটি সিনেমার ঘোষণা করতে যাচ্ছি। অল্পদিনের মধ্যেই সিনেমার নাম প্রকাশ করা হবে।’

এসএ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি