ঢাকা, শনিবার   ০৫ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

এক ফ্রেমে সালমান-জেসিয়া

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:১৪, ২৭ জানুয়ারি ২০১৮

Ekushey Television Ltd.

কয়েকদিন আগে ফেসবুকে ভাইরাল হয়েছিল ‘মিস বাংলাদেশ’ জেসিয়া ইসলাম ইউটিউবার সালমান মুক্তাদিরের সম্পর্কের কাহিনী। পরে অবশ্য দুজনেই দাবি করেন বিষয়টি সত্য নয়, ষড়যন্ত্র। তবে তারা খুব ভালো বন্ধু।

নতুন খবর হচ্ছে- ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’ জেসিয়া ইসলাম ও ইউটিউবার সালমান মুক্তাদির একসঙ্গে নতুন একটি খণ্ড নাটকে কাজ করতে যাচ্ছেন। ২৮ জানুয়ারি থেকে নাটকটির শুটিং শুরু হবে। খবরটি দিয়েছেন মিস ওয়ার্ল্ড বাংলাদেশ জেসিয়া। নাটকটি পরিচালনা করবেন ফয়েজ রেজা।

নাটকটি নিয়ে জেসিয়া বলেন, ‘আমি খুবই আনন্দিত। কারণ নিজের প্রথম নাটকেই সহশিল্পী হিসেবে থাকছেন বন্ধু সালমান। দুই বছর ধরে আমাদের দুজনের পরিচয়। আমাদের মধ্যে সম্পর্কটা খুবই চমৎকার। শোবিজের নানা বিষয়ে আমাদের মধ্যে অনেক আলোচনা হয়। পরিচালক যখন আমাদের দুজনকে নিয়ে নাটক নির্মাণের সিদ্ধান্ত নিলেন, আমরা খুবই খুশি। আশা করছি, প্রথম নাটকে একসঙ্গে অভিনয় করার পুরো সময়টা উপভোগ করবো।’

যদিও নাটকটির নাম এখনও জানানো হয়নি। তবে ২৮ জানুয়ারি রাজধানীতে শুরু হবে শুটিং। এর আগে ইউটিউবের জন্য অভিনয় করেছেন জেসিয়া। অন্যদিকে সালমান মুক্তাদিরকে বেশ কিছু নাটকে দেখা গেছে।

উল্লেখ্য, একুশে টিভিতে প্রচারিত ‘ব্যাচেলর ডটকম’ শিরোনামের একটি ধারাবাহিক নাটকে অভিনয় করতে যাচ্ছেন জেসিয়া। নাটকটি পরিচালনা করছেন ইফতেখার শুভ।

এসএ/

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি