ঢাকা, শনিবার   ০৫ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

বিয়ের প্রস্তুতি নিচ্ছেন ইরেশ-মিম

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:০০, ২৭ জানুয়ারি ২০১৮ | আপডেট: ১৭:১৬, ২৭ জানুয়ারি ২০১৮

Ekushey Television Ltd.

অবশেষে কবুল বলার প্রস্তুতি নিচ্ছেন অভিনেতা ইরেশ যাকের। সিঙ্গেল জীবন থেকে সংসার জীবনে প্রবেশ করতে যাচ্ছেন তিনি। কনে আর কেউ নন, অভিনেত্রী মিথিলার বোন মিম রশিদ। ইতিমধ্যে আংটি বদল হয়েছে এই জুটির।

শুক্রবার এমনই ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ইন্সটাগ্রামে প্রকাশ করেছেন দু’জনে।

ছবির ক্যাপশনে ইরেশ লিখেছেন, ‘অ্যান্ড সি সেইড ইয়েস... #হ্যাপিনেস।’

তবে ছবিটি প্রকাশের কয়েক ঘণ্টার মাথায় সেটি মুছেও ফেলেন তারা। কারণ ইরেশ যাকের এখনই বিয়ের বিষয়টি প্রকাশ্যে আসুক- সেটা চান না।

তিনি বলেন, ‘বিষয়টি পারিবারিকভাবে এগুচ্ছে। এখনই বলার মতো কিছু হয়নি। এক সপ্তাহ পর বিস্তারিত জানাতে পারবো।’

ইরেশ আরও বলেন, ‘এটা ঠিক যে, যাকে জীবনসঙ্গী করবো বলে সিদ্ধান্ত নিয়েছি সে হ্যাঁ বলেছে।’

এদিকে শোনা গেছে- অনেক দিন ধরেই প্রেম করছেন ইরেশ-মিম। গত বছর শেষ দিকে (২৪ ডিসেম্বর) দু’জনকে ঘনিষ্ঠভাবে কলকাতার নিউমার্কেট এলাকায় দেখা গেছে। ধারণা করা হচ্ছে বিয়ের শপিং করতেই সেখানে গিয়েছিলেন তারা।

উল্লেখ্য, ইরেশ যাকের বাংলাদেশের শক্তিমান অভিনেতাদের মধ্যে অন্যতম। চলচ্চিত্র ও টিভি নাটকে অভিনয়ের পাশাপাশি উপস্থাপনায়ও বেশ সাবলীল তিনি। তার বাবা আলী যাকের ও মা সারা যাকের দুজনই দেশের নন্দিত অভিনয়শিল্পী। শিহাব শাহীনের ‘ছুঁয়ে দিলে মন’ চলচ্চিত্রে অভিনয় করে শ্রেষ্ঠ খলচরিত্রাভিনেতা হিসাবে ২০১৫ সালের জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন।

এদিকে মিম রশিদ ২০১৪ সালে বিয়ে বন্ধনে আবদ্ধ হন নির্মাতা অমিতাভ রেজার সঙ্গে। ২০১৬ সালে বিচ্ছেদ হয় তার।

এসএ/

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি