ঢাকা, রবিবার   ২০ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

অক্ষয়ের ম্যাজিক্যাল ছবি!   

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২২:২৯, ২৭ জানুয়ারি ২০১৮

Ekushey Television Ltd.

সামনেই মুক্তি পাচ্ছে অক্ষয় কুমারের ‘প্যাড ম্যান’। নিজেদের প্রযোজনার এই ছবি মুক্তির আগেই বেড়াতে বের হয়েছেন অক্ষয়-টুইঙ্কল দম্পতি। সঙ্গে রয়েছেন পুরো পরিবার। গোয়ার সমুদ্রসৈকতে তারা এখন দারুণ সময় কাটাচ্ছেন।

এমন সময়েরই একটি অসাধারণ ছবি নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে পোস্ট করেছেন অক্ষয়পত্নী। আর পোস্ট করার কিছুক্ষণের মধ্যেই ছবিটি ভাইরাল হয়ে যায়। ছবিটির ক্যাপশনে টুইঙ্কল লেখেন, প্রিয় সমুদ্রসৈকতের রং ও সৌরভ উপভোগ করছি।

অক্ষয় আর ছোট্ট নিতারার ছবি ভাসছে সোস্যাল মিডিয়ায়। ছবিতে দেখা যাচ্ছে সূর্যাস্তের সময় সাগরের তীরে খেলা করছে নিতারা আর তার সামান্য দূরে দাঁড়িয়ে তা দেখছেন অক্ষয় কুমার। আর নয়নাভিরাম সেই দৃশ্যটিই ক্যামেরাবন্দি করেছেন টুইঙ্কল।

১৫ বছর বয়সী আরাভ আর পাঁচ বছরের নিকিতার বাবা অক্ষয় পরে আছেন একটি কালো শর্টস আর কালো টি-শার্ট। সাগরবেলা, বাবা, মেয়ে- সব মিলিয়ে এ যেন এক `ম্যাজিক্যাল` ছবি। এমন ছবি কী আপনি আগে কখনো দেখেছেন? 

 সূত্র : এনডিটিভি।

এসি/এসএইচ

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি