ঢাকা, সোমবার   ০২ ডিসেম্বর ২০২৪

টম ক্রুজের নতুন মিশন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:৫২, ২৮ জানুয়ারি ২০১৮

হলিউড নায়ক টম ক্রুজ যুক্ত হলেন ইনস্টাগ্রামে। গত ২৬ জানুয়ারি এই সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রবেশ করেন তিনি। তিনি যে ভক্তদের কাছে বেশ জনপ্রিয় তা আবারও প্রমাণ করলেন। একদিন যেতে না যেতেই ৭ লাখ ফলোয়ার হয়ে গেছে তার। ইনস্টাগ্রামে এসে একটুও সময় নষ্ট করেননি অস্কারজয়ী টম।

‘মিশন : ইমপসিবল’ সিরিজের ষষ্ঠ কিস্তির নতুন দুটি ছবি পোস্ট করেছেন তিনি। এর একটিতে আছে ক্ল্যাপারবোর্ড। এতে জানা গেলো সিনেমাটির নাম ‘মিশন : ইমপসিবল-ফলআউট’।

স্থিরচিত্রটির ক্যাপশনে টম ক্রুজ লিখেছেন, ‘তৈরি হোন।’ অন্যটিতে দেখা যাচ্ছে, ৫৫ বছর বয়সী এই তারকা একটি হেলিকপ্টারের বাইরের অংশে ঝুলে আছেন।

‌ক্যাপশনে তিনি লিখেছেন, ‘আমরা ষষ্ঠ মিশন ইমপসিবল নিয়ে এগিয়ে যাচ্ছি। আপনাদের আরও কিছু জানাতে অধির অপেক্ষায় রয়েছি।’

‘মিশন : ইমপসিবল-ফলআউট’ সিনেমার কাজ করতে গিয়ে গত বছর গোড়ালিতে চোট পান টম ক্রুজ। এ কারণে শুটিং স্থগিত ছিল অনেকদিন। লন্ডনে এক ভবন থেকে আরেকটিতে লাফ দেওয়ার সময় আহত হন তিনি।

সিরিজের আগের পর্ব ‘মিশন : ইমপসিবল-রোগ নেশন’ একটি উড়োজাহাজের বাইরে ঝুলতে দেখা গেছে টম ক্রুজকে। ওই সিনেমার মতো এবারও পরিচালনার দায়িত্বে আছেন ক্রিস্টোফার ম্যাককোয়ারি।

সূত্র : এনএমই ডট কম

এসএ/

 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি